promotional_ad

বিসিবি একাদশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল উইন্ডিজ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


ওয়েস্ট ইন্ডিজঃ ৩৩১/৮  (৫০ ওভার); লক্ষঃ ৩৩২


(হোপ ৭৮); (অপু ২/৩২)


উইন্ডিজদের বিশাল সংগ্রহঃ


বিসিবি একাদশের সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভার খেলে বিসিবি একাদশের বিপক্ষে ৩৩১ রানের বিশাল সংগ্রহ তুলেছে তাঁরা। ৩৩২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করবে বিসিবি একাদশ।


এদিকে শেষের দিকে আরও এক উইকেট তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশের পেসাররা। উইকেটটি নিয়েছিলেন পেসার রুবেল হোসেন। ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলা অ্যালেনকে লেগ বিফরের ফাঁদে ফেলে আউট করেছেন তিনি। শেষ পর্যন্ত সফরকারীদের আট উইকেট তুলতে সক্ষম হয়েছে তাঁরা। ৬৫ রান নিয়ে অপরাজিত ছিলেন রস্টন চেজ।


ঝড়ো ব্যাটিং উইন্ডিজদেরঃ


ব্যাট হাতে ঝড় তুলেছেন উইন্ডিজ ব্যাটসম্যান রস্টন চেজ। অর্ধশতক ছাড়ানো ইনিংস খেলেছেন তিনি। বিসিবি একাদশের বোলারদের উপর ভালোই চটেছেন তিনি।


৪১ ওভারে ২৩৮ রানের পর ৪৪ ওভারে ২৭৯ রানে পৌঁছে গেছে তাঁরা। চেজের সাথে উইকেটে আছেন ফ্যাবিয়ান অ্যালেন। দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি।


দ্বিশতকের ঘরে ওয়েস্ট ইন্ডিজঃ


৩৫তম ওভারেই দলীয় দ্বিশতক রান সংগ্রহ করেছে সফরকারীরা। এর এক ওভার পরেই পেসার রুবেল হোসেনের বলে আউট হয়ে ফিরেছেন উইন্ডিজ বিধ্বংসী ব্যাটসম্যান শিমরণ হেটমায়ার। ৩৮তম ওভারে ফিরেছেন তিনি।


promotional_ad

২৭ বলে ৩৩ রান নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যেখানে তাঁর দুইটি চার এবং দুটি ছয়ের মার ছিল। উইকেটে রয়েছেন রস্টন চেজ।


মাশরাফির উইকেটঃ


প্রথম স্পেলে চার ওভার বোলিং করেছিলেন বিসিবি একাদশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু উইকেটের দেখা পাননি তিনি। তবে ৩০ ওভার পর দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেই উইকেটের দেখা পেলেন মাশরাফি।


ভয়ংকর ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে মাত্র ৫ রানে ফিরিয়েছেন তিনি। এরপরের ওভারেই প্রতিপক্ষের অধিনায়ক রভম্যান পাওয়েলকে শূন্য রানে ফিরিয়েছেন তরুণ স্পিনার শামিম পাটোয়ারী। বর্তমানে পাঁচ উইকেট হারিয়ে উইন্ডিজদের সংগ্রহ ১৭৬ রান।


জোড়া শিকার বাংলাদেশেরঃ


দীর্ঘ সময় পর উইকেটের দেখা পেল বাংলাদেশ। তবে এবার সফরকারীদের শিবিরে জোড়া আঘাত বিসিবি একাদশের। তিনে নামা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে আকবর আলির হাতে ক্যাচ বানিয়েছেন তরুণ বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।


৩৩ বলে ২৭ রান করে আউট হয়েছেন তিনি। এরপর এক ওভার পরেই বাঁহাতি স্পিনার অপুর বলে আউট হয়ে ফিরেছেন ওপেনার শাই হোপ। ৮৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি, যেখানে তিনটি ছয় এবং ছয়টি চার ছিল তাঁর।


২৯ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১৮৭ রান। উইকেটে রয়েছেন শিমরণ হেটমায়ার এবং মারলন স্যামুয়েলস।


রান বাড়িয়ে চলছে উইন্ডিজঃ


উইকেট হারিয়েও থেমে নেই সফরকারী ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডব। ইতিমধ্যে ২৩ ওভার খেলেছেন তাঁরা, এক উইকেট হারিয়ে নিয়েছেন ১৪৩ রান তুলে নিয়েছেন তাঁরা।


সফরকারী ব্যাটসম্যানরা পাত্তাই দিচ্ছেন বিসিবি একাদশের বোলারদের।


উইকেটের পতনঃ


১০ ওভার পর বিসিবি একাদশের বোলারদের বিপক্ষে ঝড় তুলেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। কিন্তু ১৫তম ওভারে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার কিরণ পাওয়েল। বর্তমানে সফরকারীদের সংগ্রহ এক উইকেটে ১০১ রান।


ভালো শুরু উইন্ডিজদেরঃ


বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শুরুটা দারুণ করেছে সফরকারীরা। দুই ওপেনার কাইরন পাওয়েল এবং শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে কোন উইকেট হারায়নি তাঁরা। মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেনদের ভালভাবে সামলে নিয়ে ইতিমধ্যে ১০ ওভার পার করে দিয়েছে দুই ওপেনার।


বর্তমানে তাঁদের সংগ্রহ ৫০ রান। হোপ ২২ রান এবং পাওয়েল ২৪ রানে অপরাজিত আছেন।


টসঃ


ওয়ানডে সিরিজের মূল পর্ব শুরু হওয়ার আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয়ার মিশনে নেমেছে বাংলাদেশ এবং উইন্ডিজ। বিকেএসপির মাঠে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।


বাংলাদেশ স্কোয়াডঃ 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।


উইন্ডিজ স্কোয়াডঃ  


রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball