দুই বছরেই অধিনায়কত্ব, গর্বিত পাওয়েল

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই প্রথমবারের মতো উইন্ডিজদের নেতৃত্ব দিবেন ২৫ বছর বয়সী ক্রিকেটার রভম্যান পাওয়েল। দুই বছরের ক্রিকেট ক্যারিয়ারেই জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া তাঁর কাছে বিশেষ কিছু, যা নিয়ে তিনি গর্ববোধ করছেন।
ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের ইনজুরিতে খণ্ডকালীন দায়িত্ব পেয়েছেন পাওয়েল। তরুণ ক্রিকেটার হিসেবে দেশের নেতৃত্ব দিবেন তিনি, যা অনেকদিনের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে আছেন তিনি, তাই অনুভূতিটাও অন্যরকম পাওয়েলের কাছে।

'সত্যি কথা বলতে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ায় অনেক ভালো অনুভব করছি। তরুণ ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেয়া আমার সবসময়ই স্বপ্ন ছিল। এখন এটা করতে পারার সুযোগ আমাকে ভালো অনুভতি দিচ্ছে। এমন একটা অর্জন যা নিয়ে আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি,' বলেছিলেন পাওয়েল।
২০১৬ সালের শেষের দিকে উইন্ডিজ দলে ওয়ানডে অভিষেক হয়েছিল জ্যামাইকান এই ক্রিকেটারের। দলের হয়ে এই দুই বছরে ৩১টি ওয়ানডে খেলেছেন তিনি। স্বপ্ন দেখেছেন দলের নেতৃত্ব দেয়ার, পেয়েছেনও সুযোগ।
কিন্তু এতো দ্রুত দায়িত্ব পাওয়া অবাক করেনি তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মই এমন, যে কোন কিছু অনেক দ্রুতই হাতে ধরা দেয়। কিন্তু জিনিসগুলোকে কে কিভাবে নিচ্ছে এটাই মূল বিষয় পাওয়েলের চোখে।
'এটা পুরোপুরিভাবে আশ্চর্য হওয়ার মতো ছিল না। বিষয়টি খুবই দ্রুত ঘটেছে তবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রকৃতিই এমন। জিনিসগুলো আপনার কাছে খুব দ্রুত আসবে এবং এটাই দেখার বিষয় আপনি কিভাবে টা নিচ্ছেন।'