বাংলাদেশকে হারানো সম্ভবঃ পাওয়েল

ছবি: রভম্যান পাওয়েল

|| ডেস্ক রিপোর্ট ||
রভম্যান পাওয়েলের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজ ক্রিকেট দল। কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে নতুন অধিনায়কের অধীনে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ।
ঘরে মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল বলেই মনে করেন পাওয়েল। তবে নিজেদের দলের সমন্বয় ঠিক ভাবে করতে পারলে এবং পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশকে ঘরের মাঠেও হারানো সম্ভব বলে মনে করেন উইন্ডিজ অধিনায়ক।

"এটি দারুণ চ্যালেঞ্জিং তিন ম্যাচের সিরিজ হবে। কিন্তু আমি আশাবাদী এবং ইতিবাচক এই সময়ে ভালো ফলাফল করতে পারব। প্রতিটি দলই ঘরের মাঠে শক্তিশালী এবং বাংলাদেশও অবশ্যই শক্তিশালী। যদি আমরা সমন্বয়টা ঠিক ভাবে করতে পারি এবং পরিকল্পনা ঠিক ভাবে সাজাতে পারি, তাহলে বাংলাদেশকে না হারাতে পারার কোনো কারণ দেখি না।"
ভারত সফরটা ব্যাট হাতে খুব বেশি ভালো না গেলেও এই ব্যাটসম্যন মনে করেন নেতৃত্বগুণের কারণেই তাকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক করা হয়েছে।
"আমি নির্বাচক প্যানেল এবং ক্রিকেট পরিচালককে (জিমি অ্যাডামস) নিয়ে কিছু আলোচনা করেছি এবং তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তারা মনে করেন আমার মধ্যে কিছু নেতৃত্বের গুণাবলি রয়েছে এবং ভারত সিরিজের পাশাপাশি আমার ক্যারিয়ারও বেশ ভালো যাচ্ছে।"
অনেকদিন ধরেই জেসন হোল্ডারের সহকারী অধিনায়ক হিসেবে কাজ করেছে পাওয়েল। এবার ইনজুরির কারণে বাংলাদেশ সফরে খেলা হচ্ছে না হোল্ডারের। ফলে এই সুযোগে উইন্ডিজ দলের নেতৃত্ব ভার পেয়েছেন পাওয়েল।
"তারা আমাকে সহকারী অধিনায়ক করেছিলেন এবং এখন আমাকে দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন জেসন হোল্ডার ইনজুরিতে,তাই নেতৃত্বের দায়িত্বটা আমার কাঁধে এসেছে।"