ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা

ছবি: ছবি-বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বিসিবি একাদশ দলটি।
বিকেএসপির মাঠে বাংলাদেশ সময় সকাল ৯ টায় শুরু হবে এই ম্যাচটি। আগামী ৯ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচটি দিয়ে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা।
১৩ জনের বিসিবি একাদশ দলটিতে আগামীকাল খেলবেন ইনজুরি থেকে ফেরা ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপের পর থেকে মাঠের বাইরে থাকা তামিমের জন্য প্রস্তুতি ম্যাচটি ফেরার উপলক্ষ হিসেবেই গণ্য হচ্ছে।

এদিকে তামিম ছাড়াও এই দলে আরও থাকছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক ও রুবেল হোসেন। জাতীয় দলের এই ক্রিকেটাররা ছাড়াও প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আকবর আলি।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।
উইন্ডিজ স্কোয়াডঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।