promotional_ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা

ছবি-বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বিসিবি একাদশ দলটি।


বিকেএসপির মাঠে বাংলাদেশ সময় সকাল ৯ টায় শুরু হবে এই ম্যাচটি।  আগামী ৯ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচটি দিয়ে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। 


১৩ জনের বিসিবি একাদশ দলটিতে আগামীকাল খেলবেন ইনজুরি থেকে ফেরা ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপের পর থেকে মাঠের বাইরে থাকা তামিমের জন্য প্রস্তুতি ম্যাচটি ফেরার উপলক্ষ হিসেবেই গণ্য হচ্ছে।



promotional_ad

এদিকে তামিম ছাড়াও এই দলে আরও থাকছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক ও রুবেল হোসেন। জাতীয় দলের এই ক্রিকেটাররা ছাড়াও প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আকবর আলি।


বাংলাদেশ স্কোয়াডঃ 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।


উইন্ডিজ স্কোয়াডঃ  



রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball