'অভিযোগ মিথ্যা, আমি প্রতারক নই'

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশি পেসাররা টেস্ট খেলতে চায় না, টেস্ট ক্রিকেটকে মন থেকে লালন করা নিয়ে পেসারদের বিপক্ষে প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার। বিশেষ করে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের নিয়মিত সদস্য রুবেল হোসেনের নাম এই ক্ষেত্রে বার বার শোনা যায়। কিন্তু এর বিরোধিতা করেছেন রুবেল।
জানিয়েছেন, এমন অভিযোগ একদমই মিথ্যা এবং তিনি টেস্ট ক্রিকেটের সাথে কোন রকম প্রতারণা করছেন না। ক্রিকেট রুবেলের কাছে রুটিরুজি মাধ্যম, পেশাদারা ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সাথে কখনই প্রতারণা করতে পারবেন না তিনি। তাই টেস্ট খেলায় কোন দিনও অনীহা ছিল না তাঁর।

মিরপুরে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলের সাথে অনুশীলন করছিলেন রুবেল এবং অনুশীলন শেষে সাংবাদিকদের টেস্ট নিয়ে অনীহা প্রসঙ্গে রুবেল বলেন,
'এটা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কিসের জন্য। এই ক্রিকেটই আমার রুটি রুজি। এটার ওপরেই আমি চলি। আমার পরিবার চলে। তাই না, এটার সাথে তো আমার প্রতারণা করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, কিন্তু আমি কখনই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।'
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শেষবার ঘরের মাঠের টেস্ট খেলেছিলেন পেসার রুবেল। এরপর ঘরের মাঠে আর কোন সিরিজে দেখা যায়নি তাঁকে। চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
দীর্ঘ সময় ধরে বোলিং করতে ইচ্ছুক নন রুবেল, তাই টেস্টের প্রতি অরুচি তাঁর। এমন কথাও উঠেছিল তাঁকে নিয়ে। কিন্তু দেশের হয়ে ২৬ টেস্ট খেলা রুবেল জানিয়েছেন এমন কিছু হলে তিনি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেও খেলেতেন।
'না না এধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো, আমি টেস্ট যদি উপভোগি না করতাম তাহলে আমি এটাকে এড়ায়ে চলে যেতাম। আমি এটার সাথে কখনই প্রতারণা করি না,' বলেছিলেন রুবেল।