promotional_ad

পৃথ্বীকে নিয়ে অনিশ্চয়তায় ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও ফেরা হচ্ছে না পৃথ্বী শর। বা পায়ের গোড়ালির ইনজুরিতে পরা এই উদীয়মান ওপেনারকে মেলবোর্ন টেস্টে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন দলের হেড কোচ রবি শাস্ত্রী।


কিন্তু তারপরও তাঁকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও দলের কোচ দলের কোচ রবি শাস্ত্রী আরও জানিয়েছে, হাঁটাচলা শুরু করেছেন এই তরুণ। যদি এই সপ্তাহের মধ্যে সে দৌড়াতে পারা তাহলে ভারতের জন্য সুখবর হবে এটা।  তিনি বলেন,


promotional_ad

'তাঁকে এভাবে দেখাটা খুব দুঃখজনক। কিন্তু ভালো খবর হচ্ছে যে, সে সেরে উঠছে। হাঁটাচলা শুরু করেছে। আশা করছি এই সপ্তাহের মধ্যে দৌড়াতেও পারবে। যদি তা হয় তাহলে খুব ভালো লক্ষণ এটা।


যেহেতু সে তরুণ তাই দ্রুত তাঁর সেরে উঠার কথা। পার্থ টেস্টে তাঁকে পাব কিনা নিশ্চিত নয় তারপরও তাঁকে নিয়ে আশাবাদী আমরা। না হলে মেলবোর্ন টেস্টে ফিরতে পারে সে।'


প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পান পৃথ্বী। পরবর্তীতে স্ক্যান করার পর জানা যায় লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন তিনি।


ডানহাতি এই তরুণ ব্যাটসম্যান ইনজুরিতে থাকায় প্রথম টেস্টে ভারতের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব সামাল দিবেন মুরুলি বিজয় এবং লোকেশ রাহুল। অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball