promotional_ad

অবসরের ঘোষণা দিলেন হাফিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন তিনি।


নিউজিল্যান্ডের বিপক্ষে চলটি আবুধাবি টেস্ট শেষেই সাদা পোষাককে বিদায় জানাবেন অলরাউন্ডার হাফিজ। নির্বাচকদের অবসরের কারণও জানিয়েছেন এই ক্রিকেটার।


promotional_ad

মূলত সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৩ সালে টেস্টে পাকিস্তানের জার্সি গায়ে অভিষেক হয় হাফিজের।


এরপর খেলে ফেলেছেন ৫৫টি টেস্ট ম্যাচ। ব্যাট হাতে ৩ হাজার ৬৪৪ রান নেয়ার সাথে স্পিন বোলিংয়ে নিয়েছে ৫৩ টি উইকেট। দীর্ঘ দিন ধরেই পাকিস্তান দলে ব্রাত্য ছিলেন হাফিজ।


চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টেস্ট দলে ফিরেন। ফিরেই দারুণ এক সেঞ্চুরিতে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। গত দুই বছরে পাকিস্তান ঘরে এবং বাইরে মিলে খেলেছে ১৭টি টেস্ট। 


তবে দীর্ঘ সময় পাকিস্তান দলে জায়গা হয়নি তাঁর। এর আগে ২০১৬ সালের আগস্টে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলেছিলেন হাফিজ।  এদিকে, চলতি আবুধাবি টেস্টে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।


প্রথম ইনিংসে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করে বিদায়টা স্মরণীয় করে রাখতে পারেন কি না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball