promotional_ad

ভারতীয় বোর্ডকে গাভাস্কারের প্রশ্ন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


 আন্তর্জাতিক বিরতিতে থাকলেও উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি ও ওপেনার শিখর ধাওয়ান ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন না। কিন্তু ভারতীয় এই দুই ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেটে না খেলার বিষয়টি ভালো চোখে দেখছেন না সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।


উল্টো দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তিনি প্রশ্ন করেছেন ধোনি এবং ধাওয়ানকে কেন এমনটি করতে অনুমতি দিচ্ছেন? গাভাস্কার মনে করেন, সামনে যেহেতু বিশ্বকাপ তাই দলের সবারই খেলার মধ্যে থাকা উচিত। 


জাতীয় দলে না থাকলেও বিশ্বকাপের আগে দলের সব ক্রিকেটারকে ক্রিকেটের মধ্যে দেখতে চান সাবেক এই ভারতীয় দলপতি। ক্রিকেটের মধ্যে থাকলে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হবে বলে তাঁর দাবি।


promotional_ad

‘আমাদের ধোনি আর ধাওয়ানকে প্রশ্ন করার কিছু নেই। আমাদের প্রশ্ন করা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ড আর নির্বাচকদের- কেন তারা খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট এড়িয়ে চলার অনুমতি দিচ্ছেন। বিশেষ করে তারা যখন জাতীয় দলের হয়ে খেলছেন না।


‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনি কোনও টি-টোয়েন্টি খেলেনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট খেলা হয়নি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট খেলা হবে না। সেই হিসেবে সে খেলেছে অক্টোবরে। 


আর সামনে খেলবে জানুয়ারিতে। যেটা বিশাল বড় একটা বিরতি। তাহলে সামনের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে যদি সে ভালো না করে তাহলে তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে আরও প্রশ্ন উঠবে।’


এই অবস্থায় ভারতীয় দলকে উন্নতি করতে হলে খেলোয়াড়দের ফর্মের দিকেও লক্ষ্য রাখতে হবে বলে মনে করেন গাভাস্কার। আর ফর্মে  থাকতে হলে ক্রিকেট খেলা ছাড়া কোন বিকল্প নেই। তিনি আরও জানান,


‘ভারতীয় দলকে উন্নতি করতে হলে তাদের ফর্মের দিকে লক্ষ্য রাখতে হবে। আর তেমনটি করতে হলে ক্রিকেট খেলার বিকল্প নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball