'অন্যরকম' দ্বিশতকের সামনে মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৯৯টি ওয়ানডেতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ওয়ানডে ম্যাচ খেলা মাশরাফির পরের স্থানে আছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মোট ১৯৫টি ওয়ানডে দেশের হয়ে খেলেছেন তিনি।

অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন মুশফিকের ঠিক পরের স্থানেই। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৯২টি ওয়ানডে খেলেছেন সাকিব। দেশের হয়ে সর্বাধিক ওয়ানডে খেলা ক্রিকেটারদের তালিকায় চতুর্থ,পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে আছেন যথাক্রমে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
দেশের হয়ে এখন পর্যন্ত ১৮৩টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওপেনার তামিম। অপরদিকে ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ১৭৫টি ওয়ানডে খেলেছিলেন আশরাফুল।
এছাড়াও বর্তমানে জাতীয় দলের অপরিহার্য সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ১৬৫টি ওয়ানডে।
১০০ এর অধিক ওয়ানডে খেলা ক্রিকেটারদের তালিকায় আরও আছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট এবং হাবিবুল বাশার সুমন।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১৫৩টি ওয়ানডে খেলেছিলেন রাজ্জাক। যেখানে রফিক মাঠে নেমেছিলেন ১২৩টি ম্যাচে এবং পাইলট খেলেছেন ১২৬টিতে। আর সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক বাশার ম্যাচ খেলার সংখ্যা ১১১টি।