১২ হাজারি ক্লাব ডাকছে তামিমকে

ছবি: তামিম ইকবাল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরি কাটিয়ে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
আর এই সিরিজে সবমিলিয়ে ৫৯ রান সংগ্রহ করতে পারলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে ১১ ৯৪১ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহক তামিম। ধারণা করা যাচ্ছে এই সিরিজেই তিনি ১২ হাজারি ক্লাবে পা রাখবেন।

ওয়ানডেতে এখন পর্যন্ত তামিম সংগ্রহ করেছেন ৫৬ ম্যাচে ৪০৪৯ রান। অপরদিকে টেস্ট এবং আন্তর্জাতিক টি টুয়েন্টিতে তাঁর সংগ্রহ যথাক্রমে ৬৩০৭ এবং ১৫৮৫ রান।
তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে অবস্থান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এখন পর্যন্ত সর্বমোট ১০ ৬৫৭ রান সংগ্রহ করেছেন তিনি।
অভিজ্ঞ এই ক্রিকেটার দেশের হয়ে ৫৫টি টেস্টে ৩৮০৭ রান করেছেন। অপরদিকে ওয়ানডেতে ১৯২টি ম্যাচে ৫৪৮২ রান এবং টি টুয়েন্টিতে ৬৯ ম্যাচে ১৩৬৮ রান সংগ্রহ করেছেন।
তামিম এবং সাকিবের পর ১০৩৫০ আন্তর্জাতিক রান নিয়ে তালিকার তৃতীয়তে অবস্থান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। ৬৬টি টেস্টে ৪০০৬, ১৯৫টি ওয়ানডেতে ৫২১৩ এবং ৭৪ টি টুয়েন্টিতে ১১৩১ রান সংগ্রহ করেছেন তিনি।
শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থতে অবস্থান আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বমোট রান সংখ্যা ৭১৮৫। এখন পর্যন্ত ৪৩টি টেস্টে ২৪০৭, ১৬৫টি ওয়ানডেতে ৩৫৯৩ এবং ৭৩ টি টুয়েন্টিতে ১১৮৫ রান সংগ্রহ করেছেন তিনি।
উল্লেখ্য আগামী ৯ই ডিসেম্বর উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। এরপরের দুটি ওয়ানডে যথাক্রমে অনুষ্ঠিত হবে ১১ এবং ১৪ই ডিসেম্বর।