promotional_ad

আড়াইশ উইকেটের প্রতীক্ষাতে সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


উইন্ডিজদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


তিন ম্যাচের এই সিরিজে সবমিলিয়ে ৬টি উইকেট নিতে পারলে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে আড়াইশ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন সাকিব। 



promotional_ad

বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত ১৯৭টি ওয়ানডেতে তাঁর শিকার ২৫১টি উইকেট। ৪.৮০ ইকোনমি রেটে বোলিং করে এই উইকেট নিয়েছেন তিনি।


অপরদিকে ১৯২টি ম্যাচে ৪.৪৬ ইকোনমি রেটে বোলিং করে ২৪৪ উইকেট শিকার করা সাকিব আছেন দ্বিতীয়তে। উইন্ডিজ সিরিজে তাই মাশরাফিকেও টপকে যেতে পারেন তিনি বলে ধারণা করা যাচ্ছে।


এদিকে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকার তৃতীয়তে আছেন আরেক স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দল থেকে ব্রাত্য এই বোলার ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১৫৩টি ওয়ানডে খেলেছিলেন দেশের হয়ে। যেখানে তাঁর শিকার ছিল ৪.৫৬ ইকোনমি রেটে ২০৭ উইকেট। 



এছাড়াও চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে মোহাম্মদ রফিক এবং রুবেল হোসেন। সাবেক টাইগার স্পিনার রফিক দেশের হয়ে খেলেছিলেন ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত।


এই সময়ের মধ্যে তিনি ১২৩টি ম্যাচে ১১৯ উইকেট শিকার করেছিলেন (ইকোনমি ৪.৩৯)। আর পেসার রুবেল এখন পর্যন্ত ৯৩টি ওয়ানডে ম্যাচে তুলে নিয়েছেন ১১৮টি উইকেট (৫.৫৮ ইকোনমি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball