র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন মিরাজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা টেস্টে অসাধারণ পারফর্মেন্স করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানেরও। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত র্যাঙ্কিংয়ে পরিলক্ষিত হয়েছে এমনটা।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে করে টেস্টের বোলারদের মাঝে ১৬তম অবস্থানে মিরাজ, ১৪ ধাপ এগিয়েছেন তিনি।তাঁর বোলিংয়ে ঢাকা টেস্টে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ইতিহাস রচিত হওয়ার এই টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে সাত উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে আবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয়বারের মতো পেয়েছেন এক টেস্টে ১২ উইকেট, হয়েছেন ম্যাচ সেরাও।
ইনজুরি থেকে ফিরেও দুর্দান্ত ছিলেন সাকিব। ব্যাট হাতে সিরিজের শেষ টেস্টে খেলেছেন ৮০ রানের চোখ জুড়ানো ইনিংস। যা তাঁকে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে সাহায্য করেছে। টেস্ট ব্যাটসম্যানদের মাঝে সাত ধাপ এগিয়ে ২১তম অবস্থানে এসেছেন টাইগার দলপতি।
উন্নতি হয়েছে সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ঢাকা টেস্টে সর্বোচ্চ ১৩৬ রানের ইনিংস খেলা রিয়াদ এগিয়েছেন ১৫ ধাপ, এখন তাঁর অবস্থান ৪৮। কিন্তু দুই ধাপ অবনতি হয়েছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হকের।
বর্তমানে ২৬তম অবস্থানে আছেন তিনি। র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। সাত ধাপ নেমে ২৮তম অবস্থানে তিনি।