বাংলাদেশ নিয়ে মাঞ্জরেকারের সতর্কবার্তা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্পিন দিয়ে কিভাবে প্রতিপক্ষকে ঘরের মাঠে কাবু করতে হয় তা ভালোই জানা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর প্রমাণ পেয়েছেন ক্রিকেট বিশ্ব, দেখেছে টাইগার স্পিনারদের সামর্থ্য।
উইন্ডিজদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে বিশ্ব ক্রিকেটের বাকি দলগুলোকে সতর্কবার্তা দিয়েছেন ভারত সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। স্পিন ভালো খেলতে না পারলে বাংলাদেশে আসতে বারন করেছেন তিনি।
নিজের টুইটারের পাতায় মাঞ্জরেকার লিখেছেন,

‘তুমি যদি স্পিন ভালো খেলতে না পারো, তাহলে ভালো হয় যে বাংলাদেশেই যেও না। তারা এখন চারজন দুর্দান্ত স্পিনার নিয়ে খেলে। সেখানে পালানোর কোনো পথ। স্পিন দিয়ে যুদ্ধ।’
চট্টগ্রাম টেস্টে এক পেসার এবং চার স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। দুই ইনিংসে মাত্র চার ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসানরা ভাগাভাগি করে নিয়েছেন সফরকারীদের ২০ উইকেট।
ঢাকা টেস্টে তো আরও সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে কোন পেসার ছাড়া খেলতে নামা দ্বিতীয় দল বাংলাদেশ। চার স্পিনারে উইন্ডিজদের নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ। টেস্টে সর্বোচ্চ জয় পেয়েছে টাইগাররা।
তাই বাংলাদেশে আসার আগে সব দলকে স্পিনে পারদর্শী হয়ে আসার পরামর্শ দিয়েছেন মাঞ্জরেকার।