promotional_ad

সাকিবের চোখে মোড় বদলানো দুটি সিরিজ

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০০৯ সালের জুলাইতে প্রথমবারের মতো উইন্ডিজকে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আরেকবার হোয়াইটওয়াশ করতে সময় নিয়েছে নয় বছরের একটু বেশি। দুইবারই টাইগারদের অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান।


তবে এবারের অর্জনকে তুলনামূলক বড় করেই দেখছেন টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক। সিরিজ হোয়াইটওয়াশ তো বটেই, টাইগার অধিনায়ককে মুগ্ধ করছে আরও কিছু বিষয়।


প্রথম বিষয়টি হচ্ছে সদ্য সমাপ্ত ঢাকা টেস্টেই প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ, একারণেই জয়টিকে বড় অর্জন বলেই মানছেন সাকিব। এছাড়া র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজ এগিয়ে থাকায়ও জয়টি বড় অর্জন সাকিবের কাছে।   



promotional_ad

'ওটা ছিল (২০০৯ সালের উইন্ডিজ সিরিজ) আমাদের কোন কিছুর শুরু, আর এটা আমাদের উন্নতির যে ধারা আছে সেটা যে অব্যাহত আছে তার রূপ। এই অর্জনটা অনেক বড়। এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত আমরা কাউকে ফলো অনে ফেলতে পারলাম। 


'যে কোন দেশের সাথেই যে কোন অবস্থায় জয়টা অনেক বড় ব্যাপার। তারপরও আমাদের ওপরের র‍্যাকিংয়ের কোন দেশের সাথে এমন রেজাল্ট করি নাই। সেই দিক থেকে এটা অনেক বেশি স্পেশাল।' 


২০০৯ সালের উইন্ডিজ সিরিজটির পাশাপাশি আরেকটি সিরিজকে স্মরণ করেছেন সাকিব। সেটি হচ্ছে ২০১০ সালের অক্টোবরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সিরিজটি। সাকিবের বিশ্বাস, এই দুটো সিরিজেই বদলে গিয়েছিল টাইগারদের ক্রিকেটের মোড়। 


'সেখানে যখন শুরুটা করেছি, ওই সিরিজটি আমাদের ক্রিকেটের মোড় বদলে দিয়েছিল এবং আমরা যখন নিউজিল্যান্ডের সাথে তাঁদের হোয়াইটওয়াশ করি প্রথমবারের মত, এটাও।



'আমাদের উন্নতির যে ধারা, আমাদের বিশ্বাস তৈরি হওয়ার জন্য বড় ভীত তৈরি করে দিয়েছে এই দুইটা সিরিজ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball