promotional_ad

সাকিবের উচ্চাভিলাষ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজেদের আঙ্গিনায় উইন্ডিজদের বিপক্ষে জয় চাই, বিষয়টি সিরিজের আগে সতীর্থদের স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সতীর্থদের কাছে অধিনায়কের চাওয়ার মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। 


ছয় মাস আগে লজ্জার সিরিজ হার সতীর্থদের ভুলতে দেন নি তিনি, বরং সেই হারের লজ্জাকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেছেন তিনি। চেয়েছিলেন উইন্ডিজদের হোয়াইটওয়াশের হতাশা ফিরিয়ে দিতে। 


ফলাফল, চট্রগ্রামে বাংলাদেশ দল আড়াই দিনেই ৬৪ রানের জয় তুলে নেয়ার পর ঢাকায় আরও ভয়ঙ্কর বাংলাদেশকে দেখল সফরকারীরা। টেস্টের তৃতীয় দিনের চা পান বিরতির আগেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ইনিংস ও ১৮৪ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজ জয়ের পর তৃপ্ত সাকিব বলেছেন,



promotional_ad

'সত্যি কথা বলতে, আমার অনেক চাহিদা ছিল এই সিরিজটাতে। সবার কাছেই খুব বেশ করে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই যার যার সাধ্য মত চেষ্টা করেছে। কেউ হয়তো সফল হবে কেউ হবে না। সবাইর মনের ভেতর ওই বিশ্বাসটা ছিল, সবাই দলের জেতার জন্য অবদান রাখতে চায়। সবসময় রাখতে চায়, কিন্তু আলাদা রকমের একটা আগ্রহ ছিল সেটা বোঝা যাচ্ছিলো।'   


ছয় মাস আগে ক্যারিবিয়ান দ্বীপে বাংলাদেশ দল অ্যান্টিগা ও জ্যামাইকায় তিন দিনেই টেস্ট হেরেছিল। বাংলাদেশ দলও ঘরের মাঠে উইন্ডিজদের হারাতে তিন দিনের বেশি সময় নেয় নি। পেস বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল।


স্পিন দিয়ে উইন্ডিজদের ধসিয়ে দিয়েছে সাকিবের বাংলাদেশ। ঠিক আধুনিক ক্রিকেটর মতই, যেখানে ঘরের মাঠে যে কোন দলকে হারানোই প্রায় অসম্ভব। সাকিবের মন্তব্য,


'জবাব দেয়া না, তবে এখন হোম অ্যান্ড অ্যাওয়ের একটা সুবিধা থাকে। ওরা ওদের ঘরের মাঠের সুবিধা নিতে পেরেছে, আমরা আমাদের সুবিধা নিতে পেরেছি। ওভাবে হারার পর আমাদের অবশ্যই অনেক কিছু প্রমাণ করার ছিলো। 



'অন্তত ঘরের মাঠে, সেটা আমরা করতে পেরেছি। সেটার জন্য আসলে আমি দলের সবাইকেই ধন্যবাদ জানাই, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই যে এই জিনিসটায় বিশ্বাস করেছে, সিরিজ শুরুর আগে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball