ইংল্যান্ড বধকে এগিয়ে রাখলেন মিরাজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের হয়ে দুইবার টেস্টে ১২ উইকেট পাওয়া একমাত্র বোলার মেহেদি হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ১২ উইকেট নিয়েছিলেন এই স্পিনার, উইন্ডিজদের বিপক্ষে তার পুনরাবৃত্তি করলেন আবারও। তবে প্রথমবারের অর্জনকেই এগিয়ে রাখছেন মিরাজ।
ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে এই মিরপুরেই ১২ উইকেট নিয়েছিলেন মিরাজ। তাঁর বোলিংয়েই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ, প্রথমবারের মতো ইংলিশদের টেস্টে পরাজিত করে। এবারও মিরাজের ১২ উইকেটে ইতিহাস রচিত হল বাংলাদেশের, টেস্টে ইতিহাসে সর্বোচ্চ জয় দিয়ে।

কিন্তু মিরাজের জীবনে পরিবর্তন এসেছে ইংল্যান্ডের বিপক্ষে সেই পারফর্মেন্স দিয়েই। তখন থেকেই দলের নিয়মিত মুখ তিনি। তবে শক্তিশালী উইন্ডিজদের বিপক্ষের এই অর্জনকেও ছোট করে দেখার উপায় নেই মিরাজের সামনে। তবে এখন তিনি অনেকটাই পরিণত, জানেন কিভাবে উইকেটে নিতে হয়। যে জ্ঞান দুই বছর আগেও ছিল না তাঁর। তখনই ১২ উইকেট পেয়েছেন শক্তিশালী ইংলিশদের বিপক্ষে। সে কারণে তাঁর চোখে বড় অর্জন ইংল্যান্ডের বিপক্ষে সেই অর্জন।
'দুইটাই কিন্তু ভাল হয়েছে। কিন্তু প্রথমটা আমার জীবনের মোড় ঘুরানো ছিল। অবশ্যই ওইটা এগিয়ে থাকবে। কারণ অভিজ্ঞতার দিক থেকে এখন অনেক পরিপক্ক হয়েছি, ভাইদের সঙ্গেও কথা বলেছি এই দুই বছরে। কোন উইকেটে কীভাবে কি করতে হবে। কাজেই ওইটাকে এগিয়ে রাখব যদিও এইটাও কম না,' মিরপুরে সাংবাদিকদের বলেছেন ঢাকা টেস্টের সেরা ক্রিকেটার মিরাজ।
তবে প্রতিটি উইকেট উদযাপনে কমতি ছিল না মিরাজের। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক বেশী উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন, দিন শেষে সবাই ব্যক্তিগত রেকর্ডের আগে দলের চিন্তাটাই করে।
জানিয়েছেন, দেশের হয়ে ম্যাচ জিততে পারলে উদযাপনটা কিছুটা বিশেষ হওয়াই স্বাভাবিক। তবে সেটা নিজের রেকর্ডের জন্য, দেশের হয়ে জিততে পারার আনন্দে।
'ওইরকম কিছু না। ভালো লাগছিল, আমি উইকেট পাচ্ছিলাম, দলের সাহায্য হচ্ছিল। একটা অংশ শেষ হচ্ছিল। দিন শেষে যদি দেখেন আমরা ম্যাচটা কিন্তু দেশের হয়ে খেলছি, দেশের হয়ে ম্যাচ জিতেছি এটাই অনেক ভালো লাগার। অবশ্যই পরিবারের কাছেও ভাল লাগে যদি আমরা দেশের হয়ে ম্যাচ জিতি। বিশেষভাবে ঐরকম (সেলিব্রেশন) কিছু ছিল না।'