মাঞ্জেরেকার-স্টোকসের বিবাদ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার ঘরের মাটিতে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় বেশ প্রশংসা পেয়েছে পুরো সিরিজে বেন স্টোকসের পারফর্মেন্স। লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহেও জানিয়েছেন সিরিজে পার্থক্য ছিলেন কেবল স্টোকস।
তবে ইংলিশ এই অলরাউন্ডারের পারফর্মেন্সের চেয়ে ইংল্যান্ডের অন্যান্যদের পারফর্মেন্সকে এগিয়ে রাখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার। সময়ের অন্যতম সেরা এই ধারাভাষ্যকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রীতিমতো আক্রমণ করেছেন স্টোকসকে।

'আপনার কাছে কয়েকজন পরিশ্রমী রাঁধুনি আছে যারা দারুণ খাবার তৈরি করতে পারে। কিন্তু কেউ একজন আছে যে গার্নিস ঢেলে এসব খাবার একটু সুন্দর করে সাজিয়ে দেয় এবং সকল কৃতিত্ব নিয়ে নেয়।
'মঈন, লিচ, ফোকস হচ্ছে সেই সব অভাগা রাঁধুনির নাম আর স্টোকস হচ্ছে যিনি খাবার একটু সুন্দর করে সাজিয়ে দেন।'; স্টোকসকে উদ্দেশ্য করে এমন কথা লিখেছেন মাঞ্জেরেকার।
তবে চুপ হয়ে বসে থাকার পাত্র নন স্টোকসও। মাঞ্জেরেকারকে এই টুইটের জবাব বেশ কড়াভাবেই ফিরিয়ে দিয়েছেন এই পেস অলরাউন্ডার। স্টোকস লিখেছেন,
'আমরা ব্যক্তিগত লক্ষ্যের কথা চিন্তা করি না। আর যেকোনো খাবারেই গার্নিস অপ্রয়োজনীয়। আমরা শুধুই জয়ের কথা চিন্তা করি। এটা দলগত খেলা। আর দল হিসেবেই আমরা ৩-০ ব্যবধানে জিতেছি।'
উল্লেখ্য, পুরো সিরিজে ব্যাটে বলে দলের প্রতি অবদান রাখার চেষ্টা করেছেন স্টোকস। ব্যাট হাতে ছয় ইনিংসে ১৮৭ রান করার পাশাপাশি বল হাতেও পাঁচটি উইকেট নিয়েছেন তিনি।