ইমার্জিং কাপের পাকিস্তান দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানে ইমার্জিং এশিয়া কাপের পর্দা উঠছে আগামী ৬ ডিসেম্বর। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান। পাকিস্তান ইমার্জিং এশিয়া কাপে 'বি' গ্রুপের হয়ে খেলবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং।
পাকিস্তানের গ্রুপে হংকং ছাড়াও আছে বাংলাদেশ ও আরব আমিরাত। এই টুর্নামেন্টের সহআয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কা।
এখনও 'এ' গ্রুপের সূচি প্রকাশ হয়নি। 'এ' গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে আছে ভারত, আফগানিস্তান ও ওমান।
পাকিস্তান স্কোয়াডঃ
১। শাহিবজাদা ফারহান

২। জিশান মালিক
৩। আলী ইমরান
৪। হোসেন তালাত
৫। সাদ আলী
৬। খুশদিল শাহ
৭। সৌদ শাকিল
৮। মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক এবং অধিনায়ক)
৯। আশিক আলী
১০। মোহাম্মদ আসগর
১১। গোলাম মুদাসসার
১২। সামিন গুল
১৩। মুসা খান
১৪। মোহাম্মদ ইলিয়াস
১৫। সোলেমান শাফকাত