এক লেগ স্পিনারে বদলে যাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অফ স্পিনার, বাঁহাতি স্পিনারের দল বাংলাদেশ একজন লেগ স্পিনারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন লেগ স্পিনার টেস্ট ক্রিকেটকে ঘিরে পুরো পরিকল্পনাকেই বদলে ফেলতে পারে। বর্তমানে বাংলাদেশের শক্তির জায়গায় ফিঙ্গার স্পিনারদের দাপট স্পষ্ট। যার কারণে টেস্ট জয়ের জন্য ফিঙ্গার স্পিনারদের বাড়তি সুবিধা দিতে গিয়ে উইকেট তৈরি করতে হচ্ছে।
খেসারৎ দিতে হচ্ছে দলের ব্যাটসম্যানদেরও। টার্নিং উইকেটে রান তোলার কঠিন কাজটি করতে হচ্ছে ব্যাটসম্যানদের। একজন লেগ স্পিনার থাকলে হয়তো ভিন্ন পথে অগ্রসর হতো বাংলাদেশের টেস্ট ক্রিকেট। অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক উইকেট থেকেও লেগ স্পিনাররা সুবিধা আদায় করে নিতে পারে, যেই দৌড়ে অনেকটাই পিছিয়ে ফিঙ্গার স্পিনাররা।

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, 'বৈচিত্র্য যত বেশি থাকে তত ভালো। স্বাভাবিকভাবে এখানে যদি একটা লেগ স্পিনার থাকে তাহলে বৈচিত্র্যও বেশি হবে। যেটা আমরা মনে করি ওই একটা জায়গাতে প্রয়োজনীয়তাটা অনেক বেশি। লেগ স্পিনার থাকলে আমাদের মনে হয় আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা একটু সহজ হয়।
'কারণ তখন উইকেটগুলো আমরা আরেকটু ভালো রাখতে পারব, ব্যাটসম্যান সহায়ক করতে পারবো। কারণ লেগ স্পিনারদের জন্য উইকেটে খুব বেশি সাহায্য না থাকলেও উইকেট নিতে পারে। তখন আমরা হয়তো আরেকটু ভালো পরিকল্পনা করতে পারবো। এখন যেটা হচ্ছে বোলারদের জন্য উইকেট তৈরি হচ্ছে, বিশেষ করে স্পিনারদের জন্য।'
বাংলাদেশ ক্রিকেট গত তিন-চার বছর ধরে একই ধারা বজায় রেখে আসছে। বাঁহাতি স্পিন ও অফ স্পিনের মিশেলে প্রতিপক্ষকে কাবু করে সফলও হয়েছে বাংলাদেশ। কিন্তু আরেকধাপ উন্নতি করার জন্য স্পিন আক্রমণে একজন লেগ স্পিনারের অন্তর্ভুক্তি জরুরী মনে করেন সাকিব।
'ফিঙ্গার স্পিনার ও রিস্ট স্পিনারদের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা সবাই জানি, রিস্ট স্পিনাররা রান একটু বেশি দিতে পারে, কিন্তু তাঁরা অ্যাটাকিং একটা অপশন। উইকেট যদি ভালো হয়, ব্যাটিং সহায়ক হয় তাহলে ফিঙ্গার স্পিনাররা বেশি সহায়তা পায় না, তখন লেগ স্পিনাররা বেশি কার্যকরী হয়।
'যদি বোলিংয়ের বৈচিত্র্যগুলো ওরকম থাকে তাহলে আমরা ভিন্ন পরিকল্পনা করতে পারবো, তাহলে প্রতিপক্ষের শক্তি বুঝে পরিকল্পনা করার সুযোগ পাবো। অনেক বেশি সুযোগ থাকবে, এখন যেটা নেই। রিস্ট স্পিনাররা আসলে ওই সুযোগটা তৈরি হবে বলে মনে করি।'