promotional_ad

সাকিবের শেহবাগ মন্ত্র

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ফরম্যাট যাই হোক, সতীর্থদের সহজাত ব্যাটিংয়ের বাইরে যেতে বারন করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলে দুই-একজন বাদে সত্যিকারের টেস্ট মেজাজের ব্যাটসম্যান নেই বললে ভুল হবে না। 


আধুনিক ক্রিকেটটাই এমন, চার-সাড়ে চার রান রেটের টেস্ট ক্রিকেটের এই যুগে উইকেটে থিতু হয়ে সময় নিয়ে খেলা ব্যাটসম্যানের সংখ্যা কমে এসেছে। তাই বাস্তবতার সাথে লড়াই করে নয়, বরং মেনে নিয়েই এগোতে হচ্ছে আধুনিক ক্রিকেটকে।



promotional_ad

ভারতীয় কিংবদন্তী বিরেন্দর শেহবাগের উদাহরণ টেনে টাইগার কাপ্তান সাকিব আল হাসান বলেছেন, 'শেহবাগ টেস্ট ম্যাচে প্রথম বলে যদি চার মারার সুযোগ পেত তাহলে সেটাও চার মারতো, সেটা টি-টুয়েন্টিতেও একই, ওয়ানডেতেও একই ছিল।


আমার কাছে মনে হয় এই মনোভাব থাকা খুবই জরুরী।' নিজের সহজাত ক্রিকেটের বাইরে গিয়ে খেললে সফল হওয়ার সুযোগও কমে আসে। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এসে নিজের খেলার ধরন বদলে ফেলায় সাফল্য আসে না। সতীর্থদের সাকিব মনে করিয়ে দিলেন, সহজাত খেলার কারণেই নির্বাচকরা সর্বোচ্চ পর্যায়ে সুযোগ দিয়েছেন।


'যেই ব্যাটসম্যান টি-টুয়েন্টি কিংবা ওয়ানডে ম্যাচে প্রথম বলে চার মারার জন্য দাঁড়ায়, সেই ব্যাটসম্যানকে আমি কখনই চাইবো না টেস্ট ম্যাচে প্রথম বল ধরে খেলুক কিংবা ছেড়ে খেলুক। আমি চাইবো প্রথম বলে ঐরকম মানসিকতা নিয়েই যাক যে সে বল পেলে চার মেরে দিবে। কারণ ওটাই ওর খেলা, ওইভাবে খেলেই সে সফল এবং এই খেলা দেখেই কিন্তু নির্বাচকরা তাঁকে দলে নিয়েছে। 



'এখানে এসে আলাদা কিছু করার কোন দরকা??? আছে বলে আমার মনে হয় না। সবাই সবার স্বাভাবিক খেলাটা খেলাই আমার কাছে মনে হয় জরুরী। কারো কাছ থেকে কিন্তু দল ভিন্ন কিছু কিংবা নিজের খেলার বাইরে গিয়ে খেলতে বলে না। যেটা করে সে সফল হয়েছে সেটার জন্যই তাঁকে নির্বাচিত করা হয়। ওর থেকে বাইরে কারো কিছু করার দরকার আছে বলে আমার মনে হয় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball