promotional_ad

'ড্র নয়, জয় চাই'

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মূল লক্ষ্য জয়, ঢাকা টেস্টে এর বিকল্প কিছুই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার মানসিকতাই মাঠে নামবে টাইগাররা।


জয়ের জন্যই খেলবে দল, তবে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে টেস্ট ম্যাচটি ড্র করে হলেও সিরিজ জিততে চায় বাংলাদেশ। ২০০৯ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ, সাকিবের কথায় তা স্পষ্ট। 


promotional_ad

'অবশ্যই জেতার জন্য খেলব আমরা। যদি ওইরকম কোন পরিস্থিতি আসে যেখানে হয়তো ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটা চেষ্টা করা যেতে পারে। তবে প্রথম লক্ষ্য অবশ্যই জেতার জন্য খেলা,' বৃহস্পতিবার টেস্ট পূর্ববর্তী দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন টাইগারদের টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক।


চট্টগ্রাম টেস্ট জিতে প্রথমবারের মতো দেশের মাটিতে উইন্ডিজদের টেস্ট ম্যাচ হারিয়েছিল বাংলাদেশ। যদিও ভালোই লড়াই করেছিল ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।


এবার টাইগারদের লক্ষ্য দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়। সেটা রাজকীয়ভাবেই করতে চান টাইগার অধিনায়ক, দেশের মাটিতে তাঁদেরকে হোয়াইটওয়াশ করে। তাই জয় ছাড়া ভাবনায় কিছুই আনতে চান না তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball