মুশফিকের 'ব্যাক-আপ' লিটনঃ সাকিব
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে দলের সাথে যোগ দিতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। তবে মূল একাদশে খেলবেন কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, লিটনকে তাঁরা 'ব্যাক-আপ প্লেয়ার' হিসেবে দলে রেখেছেন।
মূলত গতকাল আঙ্গুলে ব্যথা পাওয়া উইকেটরক্ষক মুশফিকুর রহিমের দায়িত্ব পালনের উদ্দেশ্যে দলে ডাকা হয়েছে লিটনকে। তবে দলের সাথে থাকবেন মুশফিক, শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন তিনি।
বুধবার মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। পরীক্ষা করে গুরুতর কিছু পাওয়া না গেলেও তাঁকে একদিনের বিশ্রাম দিয়েছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী। কিন্তু এখনও গ্লাভস পরতে ব্যথা অনুভব করছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ বিষয়ে বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, 'ব্যাক-আপ হিসেবে রাখা হচ্ছে লিটনকে। কারণ যদি ব্যথাটা বাড়ে, ফোলা থাকে ওইরকম কোন অসুবিধা হয়, তাহলে আমাদের ব্যাক-আপ পরিকল্পনা যেন ঠিক থাকে। এই কারণেই লিটনকে আনা। কিন্তু এখন পর্যন্ত আমি যতটুক জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুইটাই করবেন।'
দলের ওপেনিং পজিশনের জন্য ইতিমধ্যে সৌম্য সরকার এবং সাদমান ইসলাম অনিককে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দল। তাই লিটন একাদশে জায়গা পেলে কোথায় খেলবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেননি সাকিব। তবে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের পর ওপেনিং পজিশনে ব্যাট করা লিটনের জন্য অনেক কঠিন হবে বলে জানিয়েছেন অধিনায়ক।
'আমাদের ওপেনিং কারা করবে এটা আমরা মোটামুটি জানি। যদি মুশফিক ভাই কিপিং না করতে পারে, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। যদি সেটা না পারে তাহলে লিটন কিপিং করবে। আর কিপিং করে ওপেন করাটা তাঁর জন্য খুবই কঠিন হবে,' বৃহস্পতিবার ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব।
এদিকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে খেলছিলেন লিটন। প্রথম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নিয়েছেন তিনি। দক্ষিনাঞ্চলের বিপক্ষে প্রথম রাউন্ডে ৮৪ রানের একটি ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
কিন্তু চলমান ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ইতিমধ্যে প্রথম ইনিংসের ব্যাটিংও করেছেন তিনি। তবে ব্যাট হাতে তেমন সফল ছিলেন না এই ওপেনার। মাত্র তিন রান নিতে সক্ষম হয়েছেন।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে বাজে পারফর্মেন্সের জন্য উইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েছিলেন লিটন। হ্যামিল্টন মাসাকাদজার দলের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে মাত্র ৪৭ রান করেছিলেন তিনি।