বাংলাদেশ থেকে পিছিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে সবচেয়ে কম গড়ে উইকেট নেয়ার দিকে ষষ্ঠ অবস্থানে আছে বাংলাদেশ। চলতি বছর এখন অবধি সাতটি টেস্ট খেলে ২৮.৫৯ গড়ে উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা।
যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বোলারদের পিছিয়ে দিয়েছে টাইগাররা। ২৮.৮৪ গড়ে উইকেট তুলে বাংলাদেশের পরেই ইংল্যান্ডের স্থান। ২০১৮ সালে ব্রিটিশরা ১৩টি টেস্টে এই গড়ে উইকেট নিয়েছে।

তালিকায় সবার শেষে (দশম) অস্ট্রেলিয়া। সাত টেস্টে উইকেট প্রতি ৩৫.৪৭ রান দিয়েছে অজি বোলাররা। তাঁদের উপরে (নবম) রয়েছে জিম্বাবুয়ে। চলতি বছর মাত্র দুই টেস্ট খেলেছে দলটি। যেখানে তাঁদের বোলারদের উইকেট প্রতি গড় ৩১.৮৭।
অষ্টম স্থানে আছে নিউজিল্যান্ড। চার টেস্টে ২৯.১৪ গড়ে উইকেট নিয়েছে কিউইরা। উইকেট প্রতি সবচেয়ে কম রান দিয়ে এ বছর সবার শীর্ষে পাকিস্তান। সাত টেস্ট খেলে ২২.৬১ গড়ে উইকেট তুলেছে তাঁরা।
দ্বিতীয় স্থানটি দক্ষিণ আফ্রিকার। ৯ টেস্ট খেলেছে তাঁরা এবং ২৩.৭২ গড়ে রান দিয়েছে প্রতি উইকেটের জন্য। আফ্রিকার পর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ টেস্টে ২৪ গড়ে রান দিয়ে উইকেট নিয়েছে ক্যারিবিয়ান দলটি।
চতুর্থ এবং পঞ্চম স্থান দুটি ভারত এবং শ্রীলঙ্কার। দল দুইটি যথাক্রমে ১১ এবং ১০ টেস্ট খেলেছে এ বছর। দলের বোলাররা উইকেট তুলেছে ২৪.২১ এবং ২৭.০৩ গড়ে।