ঘরের মাঠে ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ শ্রীলংকা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ইংল্যান্ড (ব্যাটিং)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ- ৩৩৬/১০
(বেয়ারস্টো ১১০, স্টোকস ৫৭; সান্দাকান ৫/৯৫, দিলরুয়ান ৩/১১৩)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ২৪০/১০
(করুনারত্নে ৮৩, ধনঞ্জয়া ৭৩; রশিদ ৫/৪৯)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ২৩০/১০

(বাটলার ৬৪, স্টোকস ৪২; পেরেরা ৫/৮৮)
শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ- ২৮৪ অল আউট
( মেন্ডিস ৮৬, রোশেন সিলভা ৬৫ ; (মঈন ৯২/৪)
ঘরের মাঠে শ্রীলংকাকে ৪২ রানে হারিয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে সফরকারী ইংল্যান্ড। চতুর্থ দিন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মঈন আলি এবং জ্যাক লিচের ঘূর্ণিতে লঙ্কানরঅ্যা গুটিয়ে যায় ২৮৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন কুশল মেন্ডিস। মঈণ আলি এবং জ্যাক লিচ নেন ৪টি করে উইকেট।
চতুর্থ দিন জয় থেকে ২৭৪ রান পিছিয়ে ছিল শ্রীলংকা। কিন্তু ব্যাটিংয়ে নেমেই লাক্সান সান্দাকানের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর রোশেন সিলভা এবং কুশল মেন্ডিস মিলে হাল ধরেন। দুজন মিলে যোগ করেন ১০২ রান।
কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে রান আউটের ফাঁদে পরে বিদায় নেন মেন্ডিস। খানিক পর মঈন আলির ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়েন সিলভাও। শেষ ব্যাটসম্যান হিসেবে সুরাঙ্গা লাকমাল জ্যাক লিচের বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নিলে চা বিরতির পরই অলআউট হয় শ্রীলংকা।
নীচের দিকে একাই লড়েছেন মিলিন্দা পুষ্পকুমারা। ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। মঈন এবং লিচের পাশাপাশ বেন স্টোকস নেন ১টি উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রানে অল আউট হয়েছিল শ্রীলংকা।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে জনি বেয়াস্টোর সেঞ্চুরিতে ৩৩৬ রানের পুঁজি পেয়েছিল ইংলিশরা। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে জয়ের জন্য ৩২৭ রানের লক্ষ্য পায় শ্রীলংকা।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল (অধিনায়ক), লক্ষ্মণ সান্দাকান, মালিন্দা পুস্পাকুমারা।
ইংল্যান্ড একাদশ-
ররি বার্নস, কিটন জেনিংস, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলি, বেন ফোকস (উইকেটরক্ষক), আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।