উইন্ডিজদের উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক উইন্ডিজদের হারিয়ে ফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া। এই পরাজয়ে ক্যারিবিয়ানদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। এদিন অজিদের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭১ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। ফলে ৭১ রানের বড় একটি জয় নিয়ে মাঠ ছেড়েছে অজিরা।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটির শুরুতে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেইলর। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালিসা হিলি এবং অধিনায়ক মেগ ল্যানিংয়ের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।
হিলি ৩৮ বলে ৪৬ এবং ল্যানিং ৩৯ বলে ৩১ রান করেছেন। এছাড়াও মিডল অর্ডার ব্যাটসম্যান র্যাচেল হাইনস খেলেছেন ১৫ বলে ২৫ রানের একটি কার্যকরী ইনিংস। উইন্ডিজদের পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন শাকিরা সেলমান, স্টেফানি টেইলর, হাইলি ম্যাথিউস, অ্যাফি ফ্লেচার এবং দিয়ান্দ্রা ডটিন।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে উইন্ডিজরা। বিশেষ করে অলরাউন্ডার এলিস পেরি, ডানহাতি পেসার ডেলিসা কিমিন্স এবং অ্যাশলেইঘ গার্ডনার ছিলেন দুর্দান্ত। এই তিন বোলারই নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন মেগান স্কট, সোফি মোলিনিউক্স এবং জর্জিয়া ওয়ারেহাম।
অস্ট্রেলিয়ান বোলারদের দারুণ বোলিংয়ের সামনে ১৫ বল হাতে রেখেই মাত্র ৭১ রানে গুঁটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে বিশাল একটি জয় নিয়ে ফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া। উইন্ডিজদের পক্ষে অধিনায়ক টেইলর সর্বোচ্চ ১৬ রান করেন। বাদবাকি আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

উইন্ডিজ একাদশঃ
হেলি ম্যাথিউস, দিয়ান্দ্রা ডটিন, স্টেফানি টেইলর (অধিনায়ক), শিমেইন ক্যাম্পবেল, নাতাশা ম্যাকলিন, কাইসিয়া নাইট (উইকেটরক্ষক), ব্রিটনি কুপার, চিনেল্লে হেনরি, অ্যাফি ফ্লেচার, শামিলিয়া কোনেল, শাকিরা সেলমান।
অস্ট্রেলিয়া একাদশঃ
বেথ মুনি, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যাশলেইঘ গার্ডনার, এলিস ভিলানি, র্যাচেল হাইনস, এলিস পেরি, সোফি মোলিনিউক্স, ডেলিসা কিমিন্স, জর্জিয়া ওয়ারেহাম, মেগান স্কট।
সংক্ষিপ্ত স্কোরঃ
টস- উইন্ডিজ (ফিল্ডিং)
অস্ট্রেলিয়া- ১৪২/৫ (২০ ওভার) (হিলি-৪৬, ল্যানিং-৩১) ( টেইলর-১/২০, ম্যাথিউস-১/২৪)
উইন্ডিজ- ৭১/১০ (১৭.৩ ওভার) (টেইলর-১৬, হেনরি-৮) (পেরি-২/২, গার্ডনার-২/১৫)
ফলাফল- অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী