তামিম-কোহলির সাথে তুলনা চান না মনিনুল

ছবি: মমিনুল হক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১২০ রানের অনবদ্য একটি ইনিংস খেলে ওপেনার তামিম ইকবালের পাশে উঠে এসেছেন মমিনুল হক। বর্তমানে তামিমের সমান ৮টি শতক রয়েছে এই টপ অর্ডার ব্যাটসম্যানের।
এই কারণে মমিনুলকে বর্তমানে অনেকেই তুলনা করছেন তামিমেরই সাথে। কিন্তু তিনি নিজে এই ব্যাপারটি একেবারেই মানতে নারাজ। তামিমের মত ক্রিকেটারের সাথে তুলনা করার প্রশ্নই আসে না বলে বিশ্বাস করেন তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মমিনুল বলেছেন,

'তামিম ভাই এর সাথে তুলনা করার প্রশ্নই আসে না। তিনি আমাদের দেশের, ক্রিকেট বিশ্বের অন্য পর্যায়ের ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় তুলনা করা ঠিক না।'
এদিন অবশ্য শুধু তামিমের পাশেই জায়গা করে নেননি মমিনুল, পাশাপাশি এক বছরে চারটি শতক হাঁকিয়ে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিরও পাশে উঠে এসেছেন তিনি।
তবে এই রেকর্ডটি নিয়ে খুব বেশি ভাবনা নেই তাঁর। তাঁর সাথেও তুলনা করতে নারাজ তিনি। বলেছেন, 'ভিরাট কোহলি তো আরও উঁচুতে। এইসব নিয়ে আমি চিন্তা করি না।'
চলতি বছর এখন পর্যন্ত টেস্টে চারটি শতক হাঁকানো মমিনুল সুযোগ পাচ্ছেন রানের পরিসংখ্যান আরও বৃদ্ধি করার। কেননা চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়াও আরেকটি টেস্ট রয়েছে তাঁর হাতে। আর সেগুলো নিয়েই এখন ভাবছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান,
'বছর তো এখনও শেষ হয় নি। এখনও সেকেন্ড ইনিংস বাকি আছে, সেকেন্ড টেস্ট বাকি আছে। ওইভাবে চিন্তা না করে সবসময় চিন্তা করি একটু উন্নতি করার, দলের জন্য ভালো করার চেষ্টা করবো,' বলেছেন মমিনুল।