পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে আগামী বছর একটি ওয়ানডে সিরিজ খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রস্তাব দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আর এই সিরিজটি তারা আয়োজন করতে চাইছে আগামী ইংল্যান্ড বিশ্বকাপের আগেই। পিসিবি চেয়ারম্যান ইহসান মানি জানিয়েছেন পাঁচ ম্যাচের সেই ওয়ানডে সিরিজটি মূলত অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চ এবং এপ্রিলের দিকে।

তবে সিরিজটির দুটি ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত করার ইচ্ছা রয়েছে পিসিবির। আর সেই কারণে অস্ট্রেলিয়ানদের প্রস্তাব দিয়েছে তারা বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
পিসিবির আরেকটি সুত্র থেকে জানা গেছে অস্ট্রেলিয়ানরা এই সিরিজটি বিশ্বকাপের কিছুদিন আগে খেলতে ইচ্ছুক। কেননা এতে করে তাদের বিশ্বকাপ প্রস্তুতিটিও ভাল হবে বলে বিশ্বাস অজিদের।
'যেহেতু আমরা অস্ট্রেলিয়ানদের আতিথেয়তা দিচ্ছি, আমরা তাদের বলেছি দুইটি ম্যাচ পাকিস্তানে খেলতে। এই প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি,' জানিয়েছে সেই সুত্রটি।
এদিকে সুত্রটি আরও জানিয়েছে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতেও পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার। তবে এখন পর্যন্ত এই ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়নি।
উল্লেখ্য ১৯৯৮ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া।