সেরা পাঁচে ওঠার অপেক্ষায় মিরাজ

ছবি: মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে পেসার শাহাদাত হোসেন রাজিবকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন টাইগার অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টে মাত্র ৪টি উইকেট পেলেই শাহাদাতকে টপকে সেরা উইকেট শিকারির তালিকায় পঞ্চমে উঠে আসবেন তিনি।
বর্তমানে ১৭টি টেস্টে মিরাজের শিকার ৬৯টি উইকেট। অপরদিকে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৮ ম্যাচে ৭২ উইকেট পেয়েছিলেন শাহাদাত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন পর্যন্ত শীর্ষে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। মোট ৫৩টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১৯৬টি।
সাকিবের পর দ্বিতীয়তে অবস্থান সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের। অবসরের আগে ৩৩টি টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজে ১৮ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার তাইজুল আছেন এরপরের স্থানে।
সেই সিরিজে মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেনকে ছাড়িয়ে তৃতীয়তে উঠে এসেছিলেন এই তাইজুল। বর্তমানে ৩৮টি ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ৮৭টি।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৩ | ৮৯ | ১৯৬ | ৭/৩৬ | ৩.০০ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ | ২.৭৯ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ২২* | ৩৮ | ৮৭* | ৮/৩৯ | ৩.১৬ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ | ৩.২৪ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ | ৪.১৬ |
মেহেদী হাসান মিরাজ | ২০১৬-২০১৮ | ১৭* | ২৯ | ৬৯ | ৬/৭৭ | ৩.২৩ |