ইমরুলের উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি: ইমরুল কায়েস

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১০৫/২; মমিনুল ৫৫*
ওভার- ২৬.৫ (রোচ ১/১৫)
লাঞ্চ বিরতির আগে উইকেট ছুঁড়ে দিলেন ইমরুলঃ
লাঞ্চ বিরতির মাত্র এক মিনিট আগে জোমেল ওয়ারিকেনের করা ২৭তম ওভারের পঞ্চম বলটি শর্ট লেগে সোজা খেলতে গিয়ে সুনীল আমব্রিসের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। ফলে ৪৪ রান করা এই ব্যাটসম্যানকে ফিরতে হয় অর্ধশতক না পাওয়ার আক্ষেপ নিয়ে। ইমরুল আউট হওয়ার পর পরই লাঞ্চ বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।
মমিনুলের দুর্দান্ত অর্ধশতকঃ
উইন্ডিজদের বিপক্ষে আজ শুরু থেকেই দারুণ ব্যাটিং করে যাচ্ছেন টাইগারদের অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান মমিনুল হক। এরই মধ্যে নিজের ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।
রস্টন চেজের করা ২৪তম ওভারের তৃতীয় বলটি লং অফ অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নেন মমিনুল। আর এরই সাথে আরেকটি অর্ধশতকে নাম লেখান তিনি। বর্তমানে ক্রিজে ৫৩ রানে ব্যাট করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

আরেকটি জীবন পেলেন ইমরুলঃ
জোমেল ওয়ারিকেনের করা ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ডিপ স্কয়ার অঞ্চলে উড়িয়ে মারতে যান ওপেনার ইমরুল কায়েস। কিন্তু বলটি ধরা পড়ে শ্যানন গ্যাব্রিয়েলের হাতে। তবে এরপরেও বেঁচে গিয়েছেন ইমরুল বলটি নো হওয়ার কারণে।
ইমরুলের প্রথম জীবনঃ
টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞতা দিয়ে। কিন্তু সেই জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটাই মোক্ষম বিষয়। কেননা তাঁর ব্যাটিং বলে দিচ্ছে নড়বড়ে অবস্থানে আছেন তিনি। কেমার রোচের বলে প্রথম জীবন পান এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় স্লিপে বাঁহাতি এই ওপেনারের ক্যাচ ছেড়েছেন রোস্টন চেইস।
কেমার রোচের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পুশ করতে চেয়েছিলেন ইমরুল। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি চেইস। সে সময় ৩ রানে ব্যাট করছিলেন ইমরুল।
সৌম্যর বিদায়ঃ
এক বছর পর বাংলাদেশের হয়ে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। মাত্র দুই বলে খেলেই আউট হয়েছেন তিনি।
শূন্য রানে সৌম্যকে ফেরান কিমার রোচ। রাউন্ড দা উইকেট বোলিং করা ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সৌম্য। সুইং করে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।
ক্রিজে রয়েছেন ইমরুল এবং মমিনুল।
টসঃ
টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, নাঈম হাসান।
উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।