টসে জয়ী বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।
এরই মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে সকাল সাড়ে নয়টায়।

এদিকে এই ম্যাচে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব ফেরায় স্বাভাবিকভাবেই উজ্জীবিত থাকছে দলের সদস্যরা। আর মাঠেও এর প্রতিফলন ঘটাতে চাইবে তারা।
মুখোমুখি- এখন পর্যন্ত মোট ১৪টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং উইন্ডিজ। যেখানে জয়ের পাল্লাটি বেশ ভারি ক্যারিবিয়ানদেরই। ১৪টি টেস্টে তাদের জয়ের সংখ্যা ১০টি। অপরদিকে মাত্র ২টি তে জয় পেয়েছে বাংলাদেশ এবং ২টি ড্র হয়েছে।
বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, আরিফুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর রহমান, সাদমান ইসলাম অনিক, নাইম হাসান, খালেদ আহমেদ।
উইন্ডিজ স্কোয়াড :
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।