তৃতীয় টেস্টেও চান্দিমালকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ছবি: দীনেশ চান্দিমাল

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল। ফলে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন তিনি।
এবার জানা গিয়েছে তৃতীয় টেস্টেও পুরোপুরি সেরে উঠতে না পারায় খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। নিজের ইনজুরি প্রসঙ্গে ক্রিকইনফোকে চান্দিমাল জানিয়েছেন,

'আমি সোমবার একটি ফিটনেস পরীক্ষা দিয়েছি এবং এরপরে আমি জেনেছি এখনও ইনজুরির উপসর্গ রয়ে গিয়েছে। ফিজিও বলেছেন আমার পুরোপুরি সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।'
আগামী মাসে দুটি টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে লঙ্কানদের। এরপর জানুয়ারিতে অস্ট্রেলিয়া এবং ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তারা।
এদিকে এই নিয়ে টানা পাঁচটি টেস্ট খেলা হচ্ছে না চান্দিমালের। এর মধ্যে অবশ্য তিনটি ম্যাচ খেলতে পারেননি বল টেম্পারিং ইস্যুতে জড়ানোর দায়ে। চান্দিমালের পরিবর্তে লঙ্কানদের নেতৃত্বভার বর্তেছে পেসার সুরঙ্গা লাকমলের কাঁধে।
এছাড়াও উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে তাঁর জায়গায় মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা যেতে পারে রোশন সিলভাকে। উল্লেখ্য এরই মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।
সিরিজের শেষ ম্যাচটি তাই তাদের জন্য নিয়ম রক্ষার হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বোর এসএসসিতে।