'অভিজ্ঞ' তাইজুল ও মিরাজে নির্ভার সাকিব

ছবি: তাইজুল ও মিরাজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে স্পিনারদের নিয়ে অনেকটাই নির্ভার টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশেষ করে তাঁকে আস্থা যোগাচ্ছে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামদের মতো তারকা স্পিনারদের পারফর্মেন্স।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই দুই স্পিনার। বলা যায় দুইজনে পাল্লা দিয়েই উইকেট শিকার করেছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে তাইজুল ১৮ উইকেট এবং মিরাজ ১১ উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয়, অভিজ্ঞতার দিক থেকেও বেশ এগিয়ে আছেন তাঁরা বর্তমানে। তাই অধিনায়ক সাকিব বলেছেন,

'দুইজনই (মিরাজ, তাইজুল) এর ভেতরে অনেক ম্যাচ খেলে ফেলেছে এবং ওরা ভালো অভিজ্ঞ এখন। ওদের নামের পাশে বেশ কিছু উইকেটও আছে। ওরা এখন যথেষ্ট অভিজ্ঞ ও সেই সামর্থ্যও আছে, যে কোন একজনই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাইজুল খুবই ভালো বল করেছে, অনেক গুলো উইকেট পেয়েছে। মিরাজও অনেক সুন্দর বোলিং করছে।'
এদিকে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক ডানহাতি স্পিনার নাইম হাসান। ঘরোয়া ক্রিকেটে নিজেকে দারুণভাবে প্রমাণ করে জাতীয় দলে সুযোগ করে নেয়া এই তরুণকে নিয়েও বেশ আশাবাদী অধিনায়ক সাকিব। সবমিলিয়ে স্পিন আক্রমণের দিক থেকে তেমন চিন্তা করছেন না তিনি,
'নাইম যে আছে, আমার কাছে মনে হয় সে অনেক সম্ভাবনাময় একজন ক্রিকেটার। আমার কাছে মনে হয় আমাদের স্পিন আক্রমণ নিয়ে খুব বেশি চিন্তা করার মত জায়গা নেই, কারণ সবাই যেহেতু খুবই আক্রমণাত্মক বোলার, আমি উইকেট টেকিং বোলারই বলব, যারা আছে তাঁরা,' বলেন সাকিব।