বাংলাদেশের কাছে এসিসির প্রত্যাশা অনেক- পাপন

ছবি: নাজমুল হাসান পাপন, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এশিয়ার ক্রিকেটের উন্নতি সাধনের ক্ষেত্রে পাপন বড় ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করছেন ক্রিকেট বোদ্ধারা।
তবে এই আস্থার জায়গাটা মুফতে তৈরি হয়নি। বরং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য এবং দারুণ পারফর্মেন্সই এনে দিয়েছে এই আস্থা। এসিসি সভাপতির দায়িত্ব গ্রহণ করে দেশে ফিরে সাংবাদিকদের এই বিষয়টি তুলে ধরেছেন পাপন। তিনি বলেছেন,

'প্রত্যাশা সব জায়গায় বেশি। আর এই প্রত্যাশার কারণটা আমি নিজেও চিন্তা করেছি, হুট করে কেন এমন প্রত্যাশা। এমন প্রত্যাশার একটাই কারণ হতে পারে, বাংলাদেশ দলের পারফর্মেন্স। আগেও আমাদের দেশ থেকে হয়েছে (এসিসি হেড), আপনারা জানেন যে এটি রোটেসন বেসিসেই হয়।'
এসিসি সভাপতি হিসেবে এর আগে দুই জন বাংলাদেশি দায়িত্ব পেলেও এবারের বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম বলে মনে করেন পাপন। প্রতিটি ক্ষেত্রেই এখন বাংলাদেশ আগের থেকে অনেক বেশি উন্নতি করেছে বিধায় এটি সম্ভব হয়েছে উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন,
'তখন আর এখনের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড, দুই জায়গাতেই ভালো অবস্থানে আছি। আমরা যেহেতু পারফর্ম করছি, সমস্ত জায়গাতেই আমাদের একটা আলাদা অবস্থান তৈরি হয়েছে। সেই জন্য এখানে অবদান রাখার সুযোগ আছে এবং হয়তো কিছু করা যাবে।'
পাপন আরও যোগ করেন, 'এটা নিয়ে এমন হুলুস্থুল করার কোন কারণ নেই, আমার মনে হয়ে একটাই কারণ হতে পারে মানুষ ভালোবাসে। মানুষ ভালোবাসে, প্রত্যাশা করে এটাই সবচেয়ে বড় কথা। আমার ভালো লাগছে। আমি তাঁদের প্রতি আসলেই কৃতজ্ঞ।'