promotional_ad

যুক্তরাষ্ট্রেও ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান পাপন

নাজমুল হাসান পাপন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।


আর দায়িত্ব নেয়ার পর ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার লাহোর থেকে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন জানিয়েছেন এশিয়ার বাইরেও ক্রিকেটকে ছড়িয়ে দিতে কাজ করবেন তাঁরা।



promotional_ad

বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে বিনিয়োগ করতে পারলে ক্রিকেটের বিশ্বায়ন যে অনেকটাই সম্ভব সেটাই তুলে ধরেছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত এসিসি প্রধান। এই লক্ষ্যে পৌঁছুতে তাঁদের একটি নির্দিষ্ট পরিকল্পনাও আছে উল্লেখ করে তিনি বলেন,


'ক্রিকেটের বিশ্বায়ন যে কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ আছে তার মধ্যে চীন এশিয়ার মধ্যে বড় একটি দেশ। এশিয়ার বাইরে কিন্তু যুক্তরাষ্ট্র বিশাল মার্কেট। এই ধরণের মার্কেটে বিনিয়োগ করতে পারলেই সাফল্য আসবে। এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে।'


এসিসির সর্বশেষ সভাতেও এশিয়ার বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দেয়াড় ব্যাপারে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবি প্রধান। তাঁর দেয়া তথ্য অনুযায়ী সেই সভায় একটি নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে সেই সভায়। এই প্রসঙ্গে পাপনের বক্তব্য,



'আমাদের শেষ যে মিটিংটা লাহোরে হয়েছে সেখানেও এটা (বিশ্বায়ন) নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে আমরা একটি সময়সীমা তৈরি করেছি। কোন সময়ের মধ্যে কোথায় কি করব। এটা নিয়ে অনেক কাজ বাকি। সেই কাজগুলো করা হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball