রাজনীতি নয়, মাশরাফির অগ্রাধিকার ক্রিকেটইঃ পাপন

ছবি: নাজমুল হাসান পাপন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রাজনীতিতে যোগ দেয়া ক্রিকেটে খুব বেশি প্রভাব ফেলবে না বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তাঁর মতে রাজনীতিতে জড়িয়ে গেলেও ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিবেন মাশরাফি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে মঙ্গলবার দেশে ফিরে পাপন জানিয়েছেন খেলার সময় আগের মতোই নিজের সর্বোচ্চটা দিয়ে খেলবেন নড়াইল এক্সপ্রেস,

'আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। আমার ওর (মাশরাফি) সঙ্গে কথা হয়েছে যে ওর যখন খেলা থাকবে ও খেলবে। ওর কাছে এখনো অগ্রাধিকার হচ্ছে ক্রিকেট। এবং আমাদের কাছেও,' বলেন পাপন।
বিসিবি প্রধান আরও যোগ করেন, 'আগে থেকে আমি বলে দিচ্ছি না, এটা হুবহু হবে এমন তো ঠিক নেই। ও নিজেও বলেছে যখন খেলবে তখন ওইসময় হয়ত খেলতে পারল না একটা ম্যাচ।'
পাপনের মতে মাশরাফি রাজনীতির আগে খেলাকে প্রাধান্য দিয়ে আগামীতে সবগুলো ম্যাচই খেলবে বাংলাদেশের জন্য। মাশরাফির প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বিসিবি প্রধান বলেন,
'আমরা মনেপ্রাণে বিশ্বাস করি মাশরাফি সবগুলো খেলা খেলবে। ওর যে কটা খেলা আছে, সে কয়টা খেলবে। এটা হলো আমাদের ইচ্ছা এবং বিশ্বাস। তারপর কি হয় সামনে দেখা যাবে।'