ম্যাচের আগের দিনই দল ঘোষণা করল ভারত

ছবি: ভারতীয় দল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি টুয়েন্টি সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করতে যাচ্ছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। আগামীকাল ব্রিসবেনে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে তারা। আর এই ম্যাচটির এক দিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
যেখানে আবারও ভারতের অধিনায়ক হিসেবে ফিরেছেন উইন্ডিজদের বিপক্ষে গত টি টুয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন যথারীতি রোহিত শর্মা।

পাশাপাশি পেসারদের মধ্যে দলে থাকছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং খলিল আহমেদ। অপরদিকে স্পিনার হিসেবে কুলদ্বিপ যাদবের সাথে আছেন ক্রুনাল পান্ডিয়া এবং যুবেন্দ্র চাহাল।
উল্লেখ্য এখন পর্যন্ত মোট ১০টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারতের জয়ের সংখ্যা ১০টিতে। আর মাত্র ৫টিতে জয় পেয়েছে অজিরা।
শুধু তাই নয়, গত অস্ট্রেলিয়া সফরেও অজিদের টি টুয়েন্টি সিরিজে ৩-০ তে ধবল ধোলাই করেছিল ভারত। সেবার অবশ্য অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনি।
ভারতের ১২ সদস্যের দলঃ
রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ভিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্ত্তিক, ক্রুনাল পান্ডিয়া, কুলদ্বিপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, যুবেন্দ্র চাহাল।