টি টুয়েন্টির লড়াইয়ে নামছে ভারত-অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামীকাল ব্রিসবেনে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলতে নামছে সফরকারী ভারত এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে ভারতীয় দল। এখন পর্যন্ত মোট ১০টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ভারতের জয়ের সংখ্যা ১০টিতে। আর মাত্র ৫টিতে জয় পেয়েছে অজিরা।
শুধু তাই নয়, বর্তমানে দারুণ ফর্মে আছেন ভারতীয় ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ ৩-০ তে জিতে এসেছে তারা। কিন্তু মুদ্রার উল্টো পিঠ অজিদের ক্ষেত্রে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ একমাত্র টি টুয়েন্টি ম্যাচে ২১ রানে পরাজিত হয়েছে তারা। সুতরাং সবমিলিয়ে আগামীকালের ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিটের কাতারে অবস্থান করছে ভিরাট কোহলির ভারত।

এদিকে এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ভারত। আর এই দলে পেসার হিসেবে ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরাহর সাথে আরও থাকছেন খলিল আহমেদ।
এছাড়াও স্পিনার হিসেবে দলে আছেন যুবেন্দ্র চাহাল, ক্রুনাল পান্ডিয়া এবং কুলদ্বিপ যাদব। অপরদিকে উইন্ডিজ সিরিজে ভাল পারফর্ম করার দরুন অজিদের বিপক্ষে ম্যাচেও থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট।
তবে ব্রিসবেনের পেস সহায়ক উইকেটের কথা মাথায় রেখে আগামীকালের ম্যাচে তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা আছে ভারতের। এক্ষেত্রে একাদশে থাকতে ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরাহর সাথে তৃতীয় পেসার হিসেবে থাকবেন খলিল আহমেদ।
একই পরিকল্পনা নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ারও। তিন পেসার হিসেবে তাদের একাদশে থাকতে পারেন এন্ড্রু টাই, নাথান কুল্টার নাইল এবং বিলি স্ট্যানলেক।
ভারতের ১২ সদস্যের দলঃ
রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ভিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্ত্তিক, ক্রুনাল পান্ডিয়া, কুলদ্বিপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, যুবেন্দ্র চাহাল।
অস্ট্রেলিয়া দলঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জ্যাসন বেহরেনডরফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার নাইল, ক্রিস লিন, বেন ম্যাকডারমট, গ্ল্যান ম্যাক্সওয়েল, ডি আর্কি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।