promotional_ad

তৃতীয় টেস্টে অনিশ্চিত স্যাম কুরান

স্যাম কুরান, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২৩শে নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে নামবে সফরকারী ইংল্যান্ড। তবে এই টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। 


কান্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন কুরান। এরপর দ্বিতীয় ইনিংসে তাঁকে বল করতে দেখা যায়নি। এবার তৃতীয় টেস্ট থেকেও ছিটকে পড়ার সম্ভাবনায় আছেন তিনি। 



promotional_ad

ইংলিশদের প্রধান কোচ ট্রেভর বেইলিস কুরানের ব্যাপারে জানিয়েছেন এই ব্যাপারে ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। তিনি বলেন, 


'আমাদের আগামী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা তাঁর ব্যাপারে ঝুঁকি নেয়া যাবে কিনা সেটি চিন্তা করতে হবে। তবে আমরা সম্ভবত সেই অবস্থানে নেই।'


কুরানের অনুপস্থিতি ইংলিশদের কিছুটা যে ভোগাবে তা বলাই বাহুল্য। কেননা গত ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন ২০ বছর বয়সী এই তরুণ। তাঁর এই ইনিংসটিই ইংল্যান্ডকে সাহায্য করেছিল ২৯০ রানের স্কোর গড়তে।   



উল্লেখ্য এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলের নির্ভরযোগ্য একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কুরান ৭টি টেস্টে ৩৬.৭২ গড়ে ৪০৪ রান সংগ্রহ করেছেন তিনি।  এছাড়াও বল হাতে শিকার করেছেন ১৪টি উইকেট। 


অপরদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯টি ম্যাচ খেলেছেন কুরান। যেখানে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ২৯.০৪ গড়ে ৩৮৩৪ রান। আর বোলিংয়ে তাঁর শিকার ১৩২টি উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball