ওয়ানডে ও টি টুয়েন্টি সিরিজের আম্পায়ারদের তালিকা

ছবি: বাংলাদেশ ও উইন্ডিজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ এবং উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেফ ক্রো। আর চতুর্থ আম্পায়ার হিসেবে তিন ম্যাচেই দায়িত্বে থাকবেন বাংলাদেশি গাজি সোহেল।
তবে প্রথম ওয়ানডেতে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে এবং বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনে সৈকত। আর টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকছেন রিচার্ড ইলিংওর্থ।
তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং মাসুদুর রহমান মুকুল। আর এই ম্যাচে টিভি আম্পায়ার থাকবেন রুচিরা পাল্লিয়াগুরুগে।

তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুকুলের সাথে অন ফিল্ড আম্পায়ার থাকবেন আবারও পাল্লিয়াগুরুগে। সেক্ষেত্রে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে হবে ইংলিশম্যান ইলিংওর্থকে।
এদিকে ওয়ানডের মত টি টুয়েন্টি সিরিজেও যথারীতি ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জেফ ক্রো। তবে প্রথম টি টুয়েন্টিতে দুই জন বাংলাদেশি আম্পায়ারকে মাঠে পাচ্ছে টাইগাররা। এই ম্যাচে সৈকতের সাথে দাঁড়াবেন তানভীর আহমেদ।
অপরদিকে মাসুদুর রহমান মুকুল তৃতীয় ও গাজি সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এরপর দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে তানভীরের সাথে মাঠে দাঁড়াবেন গাজি সোহেল। সেক্ষেত্রে সৈকত টিভি আম্পায়ার এবং মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ার।
এরপর সিরিজের শেষ টি টুয়েন্টিতে মুকুল এবং তানভীর পালন করবেন মাঠের দায়িত্ব। আর গাজি সোহেল ও সৈকত তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।
বাংলাদেশ এবং উইন্ডিজ সিরিজের আম্পায়ারের তালিকা- (ওয়ানডে)
ম্যাচ | রেফারি | অন ফিল্ড আম্পায়ার | টিভি আম্পায়ার | চতুর্থ আম্পায়ার | কোচ |
প্রথম ওয়ানডে | জেফ ক্রো | রুচিরা পাল্লিয়াগুরুগে ও সৈকত | রিচার্ড ইলিংওর্থ | গাজি সোহেল | পিটার ম্যানুয়েল |
দ্বিতীয় ওয়ানডে | জেফ ক্রো | মুকুল ও ইলিংওর্থ | রুচিরা পাল্লিয়াগুরুগে | গাজি সোহেল | পিটার ম্যানুয়েল |
তৃতীয় ওয়ানডে | জেফ ক্রো | মুকুল ও পাল্লিয়াগুরুগে | রিচার্ড ইলিংওর্থ | গাজি সোহেল | পিটার ম্যানুয়েল |
বাংলাদেশ এবং উইন্ডিজ সিরিজের আম্পায়ারের তালিকা- (টি টুয়েন্টি)-
ম্যাচ | রেফারি | অন ফিল্ড আম্পায়ার | টিভি আম্পায়ার | চতুর্থ আম্পায়ার | কোচ |
প্রথম ওয়ানডে | জেফ ক্রো | সৈকত ও তানভীর | মুকুল | গাজি সোহেল | পিটার ম্যানুয়েল |
দ্বিতীয় ওয়ানডে | জেফ ক্রো | তানভীর ও গাজি | সৈকত | মুকুল | পিটার ম্যানুয়েল |
তৃতীয় ওয়ানডে | জেফ ক্রো | মুকুল ও তানভীর | গাজি | সৈকত | পিটার ম্যানুয়েল |