তাইজুলের সামনে রফিককে ছাড়ানোর সুযোগ

ছবি: তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমানে বল হাতে দারুণ ফর্মে আছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একাই ১৮টি উইকেট শিকার করেছিলেন তিনি।
পাশাপাশি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয়তেও উঠে এসেছেন এই বাঁহাতি। এবার তাইজুলের সামনে হাতছানি দিচ্ছে তালিকার দ্বিতীয়তে নাম লেখানোর।

৩৮ ইনিংসে ৮৭ উইকেট শিকার করা তাইজুল আসন্ন উইন্ডিজ সিরিজে ১৪টি উইকেট নিতে পারলেই সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিককে ছাড়িয়ে দ্বিতীয়তে উঠে আসবেন।
অবসর নেয়ার আগে ৩৮ ইনিংসে ১০০ উইকেট শিকার করেছিলেন রফিক। বল হাতে যেরূপ ফর্মে আছেন তাতে করে রফিককে ছাড়ানো যে খুব একটা অসম্ভব কিছু হবে না তাইজুলের জন্য তা বলাই বাহুল্য।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার প্রথমে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে টপকান অবশ্য পারতপক্ষে অসম্ভবই বলা চলে এই মুহূর্তে। কেননা মোট ৮৯ ইনিংসে ১৯৬ উইকেট শিকার করেছেন সাকিব। উইন্ডিজ সিরিজে এই সংখ্যা যে আরও বৃদ্ধি করবেন তিনি তা অনেকটাই অনুমিত।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৩ | ৮৯ | ১৯৬ | ৭/৩৬ | ৩.০০ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ | ২.৭৯ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ২১ | ৩৮ | ৮৭ | ৮/৩৯ | ৩.১৬ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ | ৩.২৪ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ | ৪.১৬ |