ডাবল সেঞ্চুরির অপেক্ষায় 'বোলার' সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠের লড়াইয়ে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই সিরিজের আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।
আগামী ২২শে নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে আর মাত্র চারটি উইকেট পেলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক বনে যাবেন সাকিব। বর্তমানে ৮৯ ইনিংসে ১৯৬টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। যেখানে তাঁর সেরা বোলিং ফিগার ৩৬ রানে ৭ উইকেট এবং ইকোনমি রেট ৩.০০।

সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিক। অবসরের আগে ৪৮টি ইনিংসে ১০০ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার এই তারকা স্পিনার তাঁর টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ২.৭৯ ইকোনমি রেট নিয়ে।
তালিকার তৃতীয় স্থানটি দখলে রেখেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে ১৮ উইকেট শিকার করা স্পিনার তাইজুল ইসলাম। বর্তমানে ৩৮ ইনিংসে তাঁর শিকার ৮৭টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট ৩.১৬।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৩ | ৮৯ | ১৯৬ | ৭/৩৬ | ৩.০০ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ | ২.৭৯ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ২১ | ৩৮ | ৮৭ | ৮/৩৯ | ৩.১৬ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ | ৩.২৪ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ | ৪.১৬ |