কঠিন দিন পার করেছে ইংলিশরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে ৩৩৬ রানে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। এক ওভার খেলে কোন উইকেট না হারিয়ে শূন্যরানে দিন শেষ করেছেন সফরকারীরা। তবে টেস্টের দ্বিতীয় দিন কঠিন সময় পার করেছে ইংলিশরা।
প্রথম দিনের এক উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল লঙ্কানরা। দ্বিতীয় দিনের শুরুতে স্বাগতিকদের আরেকটি উইকেট তুলে নেয় ইংলিশ বোলার মইন আলি। কিন্তু এক প্রান্ত ধরে রেখে চারে নামা ধনঞ্জায়া ডি সিলভাকে নিয়ে দারুণ এক জুটি গড়েন দিমুথ করুনারত্নে।
দু'জন মিলে ৯৬ রানের জুটি গড়েন। তাঁদের এই জুটি ভাঙ্গতে কিছুটা বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের বোলারদের।দুইজনেই অর্ধশতক করে আউট হয়েছেন। করুনারত্নে সংগ্রহ করেছেন ৬৩ রান এবং সিলভা করেছেন ৫৯।
এরপর দ্রুত দুই উইকেট তুলে নিলেও সাতে নামা রোশেন সিলভাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে তাঁরা। এক প্রান্তে উইকেট ফেলতে পারলেও রোশান ব্যাট হাতে বাধা হয়েছিলেন লঙ্কানদের। ৮৫ রান সংগ্রহ করেছেন তিনি, যেটা শ্রীলঙ্কা দলের সর্বোচ্চ।

এছাড়া শেষের দিকে আকিলা ধনঞ্জয়ার ৩১ রানে ৩৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা এবং ৪৬ রানের লিড নিয়ে নিজেদের প্রথম ইনিংস শেষ করে তাঁরা। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ এবং আদিল রশিদ নিয়েছেন তিনটি করে উইকেট। দুইটি উইকেট নিয়েছেন মইন আলি এবং একটি উইকেট নিয়েছেন অধিনায়ক জো র???ট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। কিন্তু লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে প্রথম দিনেই সব উইকেট খুইয়ে ফেলে তাঁরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান তরুণ অলআউন্ডার স্যাম কুরান।
এছাড়া জস বাটলারের ৬৩ এবং ররি বার্নসের ৪৩ রানে ২৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয় তাঁরা। শ্রীলংকার পক্ষে দিলরুয়ান পেরেরা ৪টি এবং পুষ্পকুমারা নিয়েছিলেন ৩টি উইকেট।
স্কোরঃ
টসঃ ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮৫ অলআউট (বাটলার ৬৩, স্যাম কুরান ৬৪); (দিলরুয়ান পেরেরা ৪/৬১)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ ৩৩৬ অলআউট (রোশান ৮৫, করুনারত্নে ৬৩); (লিচ ৩/৭০, রশিদ ৩/৭৫)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ০/০ (১ ওভার); (বার্নস ০*, লিচ ০*); ( পেরেরা ০/০)