জিম্বাবুয়ে খেলুক অস্ট্রেলিয়ার মত, চাওয়া রাজপুতের

ছবি: লালচাঁদ রাজপুত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৬২ রান। পাকিস্তানের মতো বোলিং আক্রমণের সামনে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জেতাটা অসম্ভব তো বটেই, ড্র করাটাও দুরূহ ব্যাপার।
তবে, অভাবনীয় ভাবে এই ম্যাচ ড্র করে ফিরেছিল অজিরা। দুবাই টেস্টের চতুর্থ ইনিংসে ১৩৯.৫ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৩৬২ রান তুলে অবিশ্বাস্য এক ড্র তুলে নিয়েছিল তারা।

আর সেটা সম্ভব হয়েছিল উসমান খাজা, ট্রাভিস হেড ও অধিনায়ক টিম পেইনের বীরোচিত ইনিংসে। বাংলাদেশের বিপক্ষেও এমন অভাবনীয় কিছু চায় জিম্বাবুয়ে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন দলটির প্রধান কোচ লালচাঁদ রাজপুত।
"ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা। আপনি জানবেন না কখন কি ঘটবে। এটা শুধু একটি-দুটি বড় জুটির ব্যাপার। এটা হতে পারে। আপনি যদি কিছু দিন আগের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকান, তারা সত্যিত একটি টেস্ট ম্যাচ বাঁচিয়েছিল। খাজা সারাদিন ব্যাটিং করেছিল। তাই আমরা আশা করছি কেউ একজন দাঁড়িয়ে যাবে এবং একটি সেশন ব্যাট করবে। কারণ এটা শুধু তিনটি সেশনের প্রশ্ন। যদি আপনি এক সেশন ব্যাট করতে পারেন তাহলে আমরা ধীরে ধীরে এটা করতে পারব। কিন্তু আমাদের ইতিবাচক থাকতে হবে এবং আশা করি আমরা ম্যাচটা বাঁচাতে পারব।"
তিন সেশন ব্যাট করে ম্যাচ ড্র করাই জিম্বাবুয়ে দলের প্রধান লক্ষ্য। এই ম্যাচ ড্র করতে পারলেই অনেক দিনের অধরা বিদেশের মাটিতে সিরিজ জিতবে জিম্বাবুয়ে দল। তবে ঢাকা টেস্টের শেষ দিনে রেডিশিয়ানদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মিরপুরের অকল্পনীয় উইকেট।
তবে রাজপুত জানিয়েছেন, তার দল পিচ নিয়ে ভাবছে না। শীষ্যদের ইতিবাচক মানসিকতা নিয়ে বলের মেধা বুঝে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। তবে, পিচে যদি বল উঁচু নিচু হয় তবে ভাগ্যকে দায় দেবেন জিম্বাবুইয়ান কোচ।
"আমরা এখন পিচ নিয়ে ভাবছি না। বলের মেধা বুঝে খেলার মানসিকতা নিয়ে খেলে যেতে হবে। পিচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি অনিয়ন্ত্রিত। তাই মূল কাজ হচ্ছে বলের মেধা বুঝে খেলা। বল যদি উঁচু নিচু হয় তবে এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা অন্তত রক্ষার চেষ্টা করতে হবে।"