মুশফিক-রিয়াদদের সংস্পর্শে পরিণত হচ্ছেন মিরাজ

ছবি: মেহেদী হাসান মিরাজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগের দিন মুশফিকুর রহীমের সাথে অবিচ্ছিন্ন ১৪৪ রানের জুটি গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ে পুঁজি এনে দিয়েছেন মিরাজ।
মুশফিকের সাথে জুটি বেঁধে সাক্ষী হয়েছিলেন তার দ্বিতীয় দ্বিশতকের। আর বুধবার সাক্ষী হলের মাহমুদুল্লাহর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির। মিরাজ জানিয়েছে সঙ্গীর সাথে নিয়মিত কথা বলতে থাকলে তার কাজটা সহজ হয়ে যায়। বিশেষ করে মুশফিকের সঙ্গ দারুণ উপভোগ করেন মিরাজ।
"মুশফিক ভাইয়ের সঙ্গে সব সময় ব্যাটিং করতে উপভোগ করি। যত বড় জুটি হয়েছে সেটা আমার সাথে মুশফিক ভাইয়ের। একটা জিনিস কি...উনার সঙ্গে ব্যাটিংয়ের সময় উনি সব সময় আমাকে অনেক কিছু বুঝায়। খারাপ শট করলে আমাকে অনেক সময় বকা দেয়, রাগ করে বেশি কথা বলে। এ জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার সাথে যে পার্টনার থাকে সে যদি আমার সাথে কথা বলে তাহলে আমার কাজটা সহজ হয়ে যায়। উনার সঙ্গে যতদিন ব্যাটিং করছি উনি কাজটা করছেন।"

দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে থেকে নিজেকে আরও পরিণত করছেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ১০২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসের পর তিনি দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ২৭ রানের আরেকটি ইনিংস খেলেছেন। আর নিয়মিত বিরতিতে উইকেট নিচ্ছেন বল হাতে।
শুধু মুশফিক নয় মাহমুদুল্লাহ রিয়াদের সাথেও দারুণ বোঝাপড়া মিরাজের। দুজন মিলেই দলকে বড় লক্ষ্যের দিকে টেনেছেন দ্বিতীয় ইনিংসে। মিরাজ মনে করছেন ম্যাচের হাল অনেকটাই নিজেদের দিকে নিয়ে নিয়েছে বাংলাদেশ দল।
"রিয়াদ ভাইয়ের সঙ্গে যখন ব্যাটিং করছিলাম আমরা প্রথমে টিমের কথা চিন্তা করছিলাম। আমাদের টিমের জন্য রান করতে হবে। যখন সেঞ্চুরির কাছাকাছি হয়েছে তখন রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ভাইও বলেছে। আমি বলেছি আমি এক নিয়ে আপনাকে দিচ্ছি আপনি একশ করেন। এভাবে আমাদের কমিউনিকেশনটা ভালো হয়েছে।এখন পর্যন্ত ম্যাচ আমাদের দিকেই আছে।"
বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৬ রান। বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে আর লাইন লেন্থ ঠিক রাখতে পারে তবে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষেই আসবে বলে বিশ্বাস মিরাজের।
"আমরা অলমোস্ট ৪৪৩ রান টার্গেট দিয়েছি। ২ উইকেট পড়ছে। কালকের একটা দিন আছে। তিনটা সেশন আছে। সো আশা করি বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, টাইট লেন্থে বল করতে পারে তাহলে ম্যাচটা আমাদের দিকেই আছে অবশ্যই।"