promotional_ad

টেইলর যদি বাংলাদেশের হতেন?

ব্র্যান্ডন টেইলর
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেটে ৫২২ রান করে ইনিংস ঘোষণা দেয়ার পর জিম্বাবুয়েকে ৩০৪ রানে অল আউট করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বেলায় জিম্ববুয়াকে অল আউট করার পর ফলো অন করা নিয়ে বিতর্ক চলছে। 


জিম্বাবুয়ে দলের অন্যতম সদস্য ব্র্যান্ডন টেইলর তৃতীয় দিন শেষে উইকেটের চরিত্র ব্যাখ্যার বাংলাদেশকে এক রকম ফলো অন ইস্যুতে নিজের অভিমত জানিয়ে দিয়ে গেলেন। তিনি বাংলাদেশ ক্যাম্পে থাকলে ফের বোলিংয়ে নামতেন বলে জানিয়েছেন তিনি। 



promotional_ad

'আমরা (জিম্বাবুয়ে) এখনও পিছিয়ে। তাঁরা ২১৮ রানে এগিয়ে আছে। আমি বাংলাদেশ হলে আবার বোলিং করার সিদ্ধান্ত নিতাম। আমরা যদি ৩০০ রানও করি, তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ৮০। 


'তাঁরা হয়তো দুই-এক সেশন ব্যাট করতে চাইবে। আমরা এখনও পিছিয়ে আছি। কোন দল ৫০০ রান করে ফেললে সেই দলের হারের সুযোগ থাকে না বললেই চলে। আমাদের কমপক্ষে ৪০০-৪৫০ রান করা দরকার ছিল, তাহলে আমাদের কিছুটা সুযোগ ছিল,' বলেছেন ব্র্যান্ডন টেইলর।


সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা জিম্বাবুয়ের জন্য ঢাকা টেস্টের ফলাফল রোধ করাই বড় অর্জন হবে। দীর্ঘদিন সিরিজ জয়ের ক্ষুধা মেটাতে হলে ড্র'ই যথেষ্ট। জিম্বাবুয়ে দল সেই লক্ষ্যেই লড়বে, এমন ইঙ্গিত দিয়ে গেছেন টেইলর। 



কাজটা কঠিন হলেও বিশ্বাস করে যেতে চায় জিম্বাবুয়ে। 'আমাদের জন্য কাজটা কঠিন থেকে কঠিনতর হবে। দ্বিতীয় ইনিংসে আমাদের চরিত্রের পরীক্ষা হবে। যেভাবেই হোক, আমাদের সিরিজ জয়ের চেষ্টা করতে হবে। 


'তবে এখানেই শেষ না, শুধু ড্র করতে গেলেও কাজটা অবিশ্বাস্য রকমের কঠিন হবে। আমরা ১০৫ ওভারের মত খেলেছি, আমরা যদি পঞ্চম দিন চার সেশন অর্থাৎ ১২০ ওভার ব্যাট করি, বাস্তবিক অর্থে ম্যাচটা ড্র করতে হলে আমাদের মিরাকলের দরকার। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, মানসিক শক্তি থাকতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball