শেষ পর্যন্ত লড়াই করবে জিম্বাবুয়ে

ছবি: ব্রেন্ডন টেলর

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। তবে ঢাকা টেস্টে বাংলাদেশের করা ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ে দল অল আউট হয়েছে ৩০৪ রান করে। ফলে ফলোঅনে পড়েছে দলটি।
ঢাকা টেস্টে পিছিয়ে পড়েও হতাশ নয় জিম্বাবুয়ে। তাদের লক্ষ্য সিরিজ জয়। তারা শেষ পর্যন্ত লড়াই করতে চায়। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন জিম্বাবুয়ে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।

"এটার জন্যই খেলা প্রয়োজন। আজকে রাতে আমরা আলোচনা করব আমরা কিসের জন্য খেলব। এখানে আসলে হেরে যাওয়া এবং ছাড় দেয়ার কিছু নেই। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"
গত এক দশক ধরেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ দল। তাই টাইগারদের বিপক্ষে সিরিজ জয় দারুণ অনুভুতি দিবে টেলরদের। সিলেট টেস্টে জয় পাওয়াকেও ছোটো করে দেখতে নারাজ তিনি।
বাংলাদেশের বিপক্ষে সাদা পোষাকের ক্রিকেটে সিরিজ জয় দীর্ঘদিন উপভোগ করার মতো বিষয় ঢাকা টেস্টে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির স্বাদ পাওয়া টেলরের কাছে।
"এটি একটি অবিশ্বাস্য অনুভূতি এবং একটি বিস্ময়কর অর্জন হবে। বাংলাদেশ সাধারণত আমাদেরকে বিপক্ষে নিজেদের মাটিতে আধিপত্য বিস্তার করেছে, তাই কেবল সিলেটে একটি টেস্ট জয়ও বেশ বড় অর্জন। এটা এমন একটি বিষয় যা আমি দীর্ঘদিন ধরে উপভোগ করবো।"