ধোঁয়াশায় জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা টেস্টের চতুর্থ দিনে কোন পথে হাটবে বাংলাদেশ? মিরপুরের শেষ বিকেলে একটি প্রশ্নই জিম্বাবুয়ের ক্যাম্পে বার বার উচ্চারিত হওয়ার কথা। ২১৮ রানে পিছিয়ে থেকে অল আউট হওয়া জিম্বাবুয়েকে চাইলে ফের ব্যাট করাতে পারে বাংলাদেশ।
চাইলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে লিড বাড়িয়ে নিতে পারে রিয়াদ বাহিনী। কোন পথে এগোবে বাংলাদেশ? উত্তরটা না জানলেও হিসেবে করে জবাব খুঁজতে শুরু করে জিম্বাবুয়ে দল, তাঁর প্রমান দিলেন সেঞ্চুরিয়ান ব্র্যান্ডন টেইলর।

'আমি জানি না বাংলাদেশ কি করবে আগামীকাল। তাঁরা আবার ব্যাট করতে নামবে, দুই সেশন ব্যাট করে তারপর আমাদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানাবে, আমি ঠিক জানি না। কিন্তু ম্যাচের চতুর্থ ও শেষ দিনে ম্যাচের মোড় ঘুরবে,' বলেছেন এই সিরিজে দারুন ফর্মে থাকা টেইলর।
উপমহাদেশের উইকেটের চরিত্র দ্রুত বদলায় ম্যাচের শেষ দুই দিনে। উইকেট বোলারদের স্বর্গ হয়ে ওঠার আগেই ব্যাট করে দ্রুত রান তুলে চাপে ফেলতে চাইবে বাংলাদেশ, এমন ধারনা লালন করছে সফরকারীরা।
'দিনের শুরুতে উইকেট ভালোই ছিল। সময়ের সাথে সাথে উইকেটে বদলে গিয়েছে, ভেঙ্গেছে। স্পিনাররা সবসময়ই ঝেঁকে ধরছিল। ঢাকায় খেলা হলে, বিশেষ করে চতুর্থ ও পঞ্চম দিনে ব্যাটিং করা কঠিন হয়ে যায়।'