সাকিব শূন্যতা উপভোগ করছেন তাইজুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যেহেতু সাকিব আল হাসান দলে নেই তাঁর স্পিন বিভাগে দলকে নেতৃত্ব দিতে হচ্ছে তাইজুল ইসলামকে। আর দায়িত্বটা দারুণ ভাবে পালন করছেন এই স্পিনার। জানিয়েছেন, সাকিব নেই বলে বাড়তি দায়িত্ব দায়িত্ব পড়েছে তাঁর উপর। আর সাকিবের অনুপস্থিতিতে বাড়তি এই দায়িত্ব ভালোই উপভোগ করছেন তিনি।
সেই সঙ্গে অনেক বেশী বোলিং করার সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন। এখন পর্যন্ত তিন ইনিংসে মিলে তাঁর শিকার ১৬ উইকেট। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওানো এই স্পিনার সংবাদ সম্মেলনে এসে বলেন,

'বাড়তি তৃপ্তি না, আমি অনেক বেশি বোলিং করার সুযোগ পাচ্ছি। সাকিব ভাই থাকলে হয়তো আমার ওপর এত দায়িত্ব পড়ত না। আমি উপভোগ করছি।'
এদিকে প্রথম চার উইকেট দ্রুত পেলেও পঞ্চম উইকেট পেতে একদম শেষ উইকেট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাইজুলকে। একসময় অনেকেরই মনে হয়েছিল এই ইনিংসে হয়তো পাঁচ উইকেট পাবেন না এই স্পিনার।
কিন্তু শেষ পর্যন্ত টানা ৩ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েই মাঠ ছেড়েছেন এই স্পিনার। তাইজুল জানিয়েছেন, ৪ উইকেট পাওয়ার পর যতক্ষণ অপেক্ষা করেছেন তিনি, ততক্ষণ আশা ছাড়েন নি তিনি।
'হয়তো একটু বেশি সময় লেগেছে। আর ওরাও একটা ভাল জুটি গড়েছিল। ক্রিকেটে তো জুটি হবেই। তবুও আশা ছাড়ি নি।'