promotional_ad

এগিয়ে থেকেই দিন শেষ করল বাংলাদেশ

ছবি - বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ৩০৪ অল আউট ১০৪.৫ ওভার


টেইলর ১১০ ; তাইজুল ৫/১০৭


বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫২২/৭ ডিক্লে (১৬০ ওভার)


(মুশফিকুর রহিম ২১৯*, মমিনুল হক ১৬১, মেহেদি হাসান মিরাজ ৬৮*) (কাইল জার্ভিস ৫/৭১)


promotional_ad

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। দিনের শেষ বেলায় সফরকারীরা অল আউট হয়েছে ৩০৪ রানে। ১৮ রানের জন্য তাঁরা ব্যর্থ হয়েছেন ফলো-অন এড়াতে। সফরকারীদের হয়ে দুর্দান্ত ১১০ রানের ইনিংস খেলেছেন ব্রেন্ডন টেইলর। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলামের শিকার ৫ উইকেট। 


এর আগে দিনের শুরুতে ১ উইকেটে ২০ রান নিয়ে খেলতে নেমে দলীয় ৪০ রানে নাইট ওয়াচম্যান ট্রিপিয়ানোকে হারিয়ে বসে তাঁরা। ট্রিপিয়ানো ফিরলেও টেইলরের সঙ্গে জুটি বেধে ফিফটি তুলে নেন চারি। তবে ব্যক্তিগত ৫৩ রানে তাঁকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।


আর খানিক পর তাইজুলের ঘূর্ণির সামনে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামস এবং রাজা। ৫ উইকেটে ১৩১ রান হারানোর পর টেইলরের সঙ্গে হাল ধরেন মুর। দুজন মিলে জুটি গড়েন ১৪৯ রানের। 


এই দুই ব্যাটসম্যানের জুটিতে ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখতে থাকে সফরকারীরা। কিন্তু ব্যকিতগত ৮৩ রানে আরিফুল হককে উইকেট ছুঁড়ে দেন মুর। এরপর টেইলর তুলে নেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরি হাঁকিয়ে আর ইনিংস বড় করা হয়নি তাঁর।


তাইজুল ইসলামের দুর্দান্ত ক্যাচে তিনি বিদায় নিয়েছেন ১১০ রানে মেহেদি মিরাজের শিকার হয়ে। শেষ পর্যন্ত তাইজুল-মিরাজের ঘূর্ণিতে ৩০৪ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।


এর আগে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের উপর ভর করে ৭ উইকেটে ৫২২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিক ছাড়াও মমিনুলের ব্যাট থেকে আসে ১৬১ রান।  


বাংলাদেশ একাদশঃ


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।


জিম্বাবুয়ে একাদশঃ 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, টেন্ডাই চাতারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball