promotional_ad

রিভিউ নিয়ে সফল বাংলাদেশ

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ৯৬/৩, ৪১.৪ ওভার


 টেইলর ১৬* উইলিয়ামস ০*; তাইজুল ২/৪


বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫২২/৭ ডিক্লে (১৬০ ওভার)


(মুশফিকুর রহিম ২১৯*, মমিনুল হক ১৬১, মেহেদি হাসান মিরাজ ৬৮*) (কাইল জার্ভিস ৫/৭১)


মিরপুর টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে সফরকারী জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছিল হ্যামিল্টন মাসাকাদজার দল।


রিভিউতে বিধ্বংসী চারিকে ফেরাল বাংলাদেশঃ


মারকুটে মেজাজে খেলতে থাকা ব্রায়ান চারিকে রিভিউ নিয়ে ফেরাল বাংলাদেশ। মিরাজের অফ স্পিনে অর্ধশতক হাঁকানো চারি।



promotional_ad

মিরাজের হঠাৎ লাফ দিয়ে দিয়ে উঠা অফ স্পিনে গ্লাভসে হালকা ছুঁয়ে ফরোয়ার্ড লেগ শর্টে থাকা মমিনুলের হাতে ধরা পড়েন তিনি। প্রথমে ??্যাচের জোরাল আবেদন করে টাইগাররা। কিন্তু সাড়া দেননি আম্পায়ার।


রিভিউ নেয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ। বলটী প্রথমে প্যাডে লেগেছিল এরপর আল্ট্রাএজে দেখা যায় হালকা ছুঁয়ে গিয়েছিল চারির গ্লাভস। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ১২৮ বলে ৬ চার এবং দুই ছয়ে ৫৩ রান করে করে ফেরেন চারি।


জিম্বাবুয়ে ৯৬ রানে হারায় তাঁদের তৃতীয় উইকেট। টেইলরের সাথে এখন উইকেটে রয়েছেন শন উইলিয়ামস।


চারির অর্ধশতকঃ


দিনের প্রথম এক ঘণ্টায় কিছুটা ধীরে শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু পরবর্তীতে রানের গতি বাড়ায় তাঁরা। যেখানে মূল অবদান ওপেনার ব্রায়ান চারির।


প্রথম ৯৩ বলে ২০ রান করেন চারি। কিন্তু পরের ১৮ বল মোকাবেলায় তুলে নিয়েছিলেন ৩১ রান। দুই উইকেট নেয়া তাইজুলের এক ওভারে তিন চার হাঁকান এই ডানহাতি ওপেনার।


সেই ওভারে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে। ১১১ বল খেলে করেছিলেন এই অর্ধশতক।


তাইজুলের আঘাতঃ


তৃতীয় দিনের ১২তম ওভারে ডোনাল্ড তিরিপানোকে আউট করে দিনের শুভ সূচনা করেন তাইজুল ইসলাম। নাইটওয়াচম্যান টিরিপানো দ্বিতীয় দিনের শেষ বেলা কাটিয়ে দেওয়ার তৃতীয় দিনেও খেলছিলেন দারুণ সতর্কতায়



বাঁহাতি স্পিনার তাইজুলের দারুণ স্পিনে পরাস্ত হন তিরিপানো। পা এগিয়ে করেছিলেন ব্লক। কিন্তু বলের ঘূর্ণিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে থাকা মেহেদি মিরাজের কাছে। ভুল করেননি মিরাজ, লুফে নিয়েছেন ক্যাচটি। তাইজুল তুলে নিলেন এই টেস্টে তাঁর দ্বিতীয় উইকেট।


তিরিপানো ফিরে গেলেন ৪৬ বলে ৮ রান করে, জিম্বাবুয়ে হারাল ৪০ রানে তাঁদের দ্বিতীয় উইকেট। উইকেটে চারির সাথে রয়েছেন ব্রেন্ডন টেইলর।


বাংলাদেশ একাদশঃ


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।


জিম্বাবুয়ে একাদশঃ 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, টেন্ডাই চাতারা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball